পাতা:শেষ প্রশ্ন.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԵ-Գ শেষ প্রশ্ন বারবার শুধু এই কথাই বলতে লাগলেন, তোমরা উন্মাদের মত চলেছো কোথায় ? তোমাদের কোন দৈন্ত, কোন অভাব নেই, কারও কাছে তোমাদের হাত পাত তে হবেনা, কেবল ঘরের পানে একবার ফিরে চাও। পূৰ্ব্বপিতামহরা সবই রেখে গেছেন, শুধু একবার হাত বাড়িয়ে তুলে নাও। বিলেতের সমস্তই তো স্বচক্ষে দেখে এসেঁচি, এখন ভাবি, সময়ে সে সতর্কবাণী যদি না তারা উচ্চারণ করে যেতেন, আজ দেশের ক্লি হোতো ! ছেলেবেলার কথা সব মনে আছে তো—উঃ—শিক্ষিত লোকদের সে কি দশ ! এই বলিয়া তিনি স্বর্গগতঃ মনীষিগণের উদ্দেশে যুক্ত-করে নমস্কার করিলেন। কমল মুখ তুলিয়া দেখিল অজিত মুগ্ধচক্ষে তাহার চাহিয়া আছে। কল্পনার আবেশে যেন তাহার সংজ্ঞা নাই,—এমনি অবস্থা । আশুবাবুর তাবাবেগ তখনও প্রশমিত হয় নাই, কহিলেন, কমল, আর কিছুই যদি তারা না করে যেতেন, শুধু কেবল এই জন্যেই দেশের লোকের কাছে তারা চিরদিন প্রাতঃস্মরণীয় হয়ে থাকৃতেন । শুধু কেবল এই জন্যেই তারা প্রাতঃস্মরণীয় ? ই, শুধু কেবল এই জন্যেই। বাইরে থেকে ঘরের পানে তারা চোখ ফেরাতে বলেছিলেন । কমল জিজ্ঞাসা করিল, বাইরে যদি আলো জলে, যদি পূৰ্ব্বদিগন্তে সূর্য্যোদয় হয় তবুও পিছন ফিরে পশ্চিমের স্বদেশের পানেই চেয়ে থাকৃতে হবে ? সেই হৱে দেশপ্রীতি ? কিন্তু এ প্রশ্ন বোধ করি অপ্তিত্ত্বাবুর কানে গেলনা, তিনি নিজের বোকে বলিতে লাগিলেন, আজ দেশের ধৰ্ম্ম, দেশের পুরাণ ইতিহাস, দেশের আচার-ব্যবহার, রীতি-নীতি যা’ বিদেশের চাপে লোপ পেতে বসেছিল, তার প্রতি যে বিশ্বাস এবং শ্রদ্ধা ফিরে এসেছে এ তো শুধু