পাতা:শেষ প্রশ্ন.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । ミ> o কাপড় নেই, মুখে জল দেবার লোক নেই,—দেখে হঠাৎ ঘাবড়ে যেতে হয় এর কিনারা আছে কোথায় ? তখনি কুল দেখতে পাই, চিন্তা দুর হয়, মনে মনে বলি ভয় নেই, ওরে ভয় নেই,—সমস্যা যতই গুরুতর হোকৃ, সমাধান করবার ভার র্যার হাতে তিনি এলেন বলে। অন্যান্য দেশের অন্যন্ত ব্যবস্থা, কিন্তু আমাদের এ দেব-ভূমির সমস্ত ভার নিয়েছেন একেবারে রাজার রাজা স্বয়ং । এক হিসেবে আমরা ঢের বেশি সৌভাগ্যবান। কিন্তু কোথা থেকে কি সব ফথা এসে পড়ল। চলুন, রাত হয়ে যাচ্ছে। অনেকটা পথ হাটুতে হবে । কিন্তু তোমাকে তো আবার এই পথটা হেঁটেই ফিবতে হবে ? তা হবে। "তোমার মুচীদের পাড়া কত দূরে ? কাছেই । অর্থাৎ এখান থেকে মাইল-খানেকের মধ্যে। তাহলে তোমার পা-গাড়ী কোরে ঘুরে এসোগে,—আমি বস্চি। রাজেন্দ্র বিস্ময়াপন্ন হইয়া কহিল, সে কি কথা। আপনার যে দু’দিন খাওয়া হয়নি। কে দিলে তোমাকে এ খবর? ওই যে খেয়ালের কথা হচ্ছিল, তাই । কিন্তু খবরটা আমি নিজেই সংগ্রহ করেচি। আসবার সময়ে আপনার রান্নাঘরটা একবার উকি মেরে এসেছিলাম, রান্না ভাত মজুদ, পাত্রটির চেহারা দেখলে সন্দেহ থাকেনা যে সে গত রাত্রির ব্যাপার। অর্থাৎ, দিন দুই চলেচে নিছক উপবাস। অতএব, হয় চলুন, না হয় যা এনেচি আহার করুন। আজ স্বপাকের অজুহাত অবৈধ। অবৈধ ? • কমল একটু হাসিয়া কহিল, কিন্তু আমার জন্তে তোমার এত মাথাব্যথা কেন ?