পাতা:শেষ প্রশ্ন.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૯ છે শেষ প্রশ্ন বলুলে ছ'মাসের পরে তো হবে, তাতেই চলবে। এই দেখুননা মজুরির টাকা পৰ্য্যন্ত হাতে গুজে দিয়ে গেল। এই বলিয়া সে পকেট হইতে একখানা নোটের মধ্যে মোড়া কয়েকটা টাকা ঠক্‌ করিয়া কমলের সম্মুখে ফেলিয়া দিল । O কমল কহিল, অর্ডার এত বেশি আসতে থাকৃলে দেখুচি আমাকে লোক রাখতে হবে। এই বলিয়া সে পুটুলিটা খুলিয়া ফেলিয়া পুরাণে পাঞ্জাবি জামাটা নাড়িয়া চাড়িয়া দেখিয়া কহিল, এ কোন বড় দোকানের বড় মিস্ত্রির তৈরি,—আমাকে দিয়ে এরকম হবেনা। দামী কাপড়টা নষ্ট হয়ে যাবে, তাকে ফিরিয়ে দেবেন। C হরেন্দ্র বিস্ময় প্রকাশ করিয়া বলিল, আপনার চেয়ে বড় কারিগর এখানে কেউ আছে নাকি ? এখানে না থাকে কলকাতায় আছে। সেখানেই পাঠিয়ে দিতে বল্‌বেন। না না, সে হবে না। আপনি যা’ পারেন তাই করে দেবেন, তাতেই হবে । .হবে না হরেনবাবু, হলে দিতাম। এই বলিয়া সে হঠাৎ হাসিয়া ফেলিয়া কহিল, অজিতবাবু বড় লোক, সৌখিন মানুষ ; যা-তা তৈরি করে দিলে তিনি পরতে পারবেন কেন ? কাপড়টা মিথ্যে নষ্ট ক’রে লাস্ত নেই, আপুনি ফিরিয়ে নিয়ে যান। হরেন্দ্র অতিশয় আশ্চর্যা"হষ্টয়া প্রশ্ন করিল, কি ক’রে জানলেন এটা অজিতবাবুর ? কমল কহিল, আমি হাত গুনতে পারি। গরদের কাপড়, অগ্রিম মূল্য, অথচ ছ'মাস বিলম্ব হলেও চলে,—হিন্দুস্থানী লালাজিরা অত নিৰ্ব্বোধ নয় হরেনবাৰু। তাকে জানাবেন তার জামা তৈরি করার