পাতা:শেষ প্রশ্ন.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾ শেষ প্রশ্ন পাইলেন। মিনিট কয়েক পরে প্রচুর কোলাহল করিয়া নিমন্ত্রিতদের লইয়া মোটর ফিরিয়া • আসিল সেও তাহার কানে গেল। কিন্তু তিনি নড়িলেননা, সেইখানেই মূৰ্ত্তির মত নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। বৈঠক বসিলে বেহারা গিয়া সম্বাদ দিল বাবুর শরীর ভাল নয়, তিনি শুইয়া পড়িয়াছেন । সেদিন গান জমিলনা, খাওয়ার উৎসাহ স্নান হইয়া গেল,—সকলেরই বারবার ঝরিয়া মনে হইতে লাগিল বাড়ীর একজন ভ্রমণের ছলে বাহির হইয়া গেছেন,এবং আর একজন তাহার বিপুল দেহ ও প্রসন্ন স্নিগ্ধহাস্য লইয়া সভার যে স্থানটি উজ্জ্বল করিয়া রাখিতেন আজ সেখানটা শূন্ত পুড়িয়া আছে। “Hඋ এদিকে অজিতের গাড়ী আসিয়া কমলের বাটীর সম্মুখে থামিল । কমল পথের ধারের সঙ্কীর্ণ বারান্দার উপরে দাড়াইয়া ছিল, চোখোচোখি হইতেই হাত তুলিয়া নমস্কার করিল। গাড়ীটাকে ইঙ্গিতে দেখাইয়া চেচাইয়া বলিল, ওটা বিদেয় করে দিন। স্থমুখে দাড়িয়ে কেবল ফেরবার তাড়া দেবে। সিড়ির মুখেই আবার দেখা হইল। অজিত কহিল, বিদেয় করে তো দিলেন, কিন্তু ফেরবার সময়-আর একটা পাওয়া যাবে তু ? কম্বল বলিল, না। কতটুকুই বা পথ হেঁটে যাবেন। হেঁটে যাবেs? কেন, ভয় করবে নাকি ? নাহয়, আমি নিজে গিয়ে আপনাকে