পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তেত্রিশ

বাদশাহের হুকুম-
সৈন্যদল নিয়ে এল আফ্রাসায়েব খাঁ, মুজফফর খাঁ,
মহম্মদ আমিন খাঁ,
সঙ্গে এল রাজা গােপাল সিং ভদৌরিয়া,
উদইৎ সিং বুন্দেলা।

গুরুদাসপুর ঘেরাই করল মােগল সেনা।
শিখদল আছে কেল্লার মধ্যে,
বন্দা সিং তাদের সর্দার।
ভিতরে আসে না রসদ,
বাইরে যাবার পথ সব বন্ধ।
থেকে থেকে কামানের গােলা পড়ছে
প্রাকার ডিঙিয়ে,
চার দিকের দিকসীমা পর্যন্ত
রাত্রির আকাশ মশালের আলােয় রক্তবর্ণ।

ভাণ্ডারে না রইল গম, না রইল যব,
রইল জোয়ারি;
জ্বালানি কাঠ গেছে ফুরিয়ে।

১২০