পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X (to ૨ (t গ্রন্থপরিচয় তোমার কালে চুলের বস্তায় আমার দুই পা ঢেকে দিয়ে বলেছিলে “তুমি আমার রাজা, তোমাকে যা দিই— তোমার রাজকর যে তার চেয়ে অনেক বেশি, আরো দেওয়া হোলোনা কেননা, আরো যে আমার নেই।” বলতে বলতে তোমার দুই চোখ দিয়ে জল পড়েছিল । আজ তুমি গেছ চলে, $ ) আর ফিরবে না কোনো দিন । এতদিন পরে ভাণ্ডার খুলে দেখছি তোমার রত্নমালা । নিয়েছি মাথায় তুলে, নিয়েছি বুকে । যে গর্ব আমার ছিল উদাসীন সে কুয়ে পড়েছে সেই মাটিতে যেখানে তোমার দুটি পায়ের চিহ্ন আছে অঁাকা । প্রাণ ভরে উঠল বেদনায় ঢেলে দিলেম তোমার উদ্দেশে । এতদিনে তোমার দাম দেওয়া হোলো পেলেম তাই পূর্ণ করে । শাস্তিনিকেতন ১ অগ্রহায়ণ রবীন্দ্রনাথ ठाकूद्र )\రి\రిసె ૨છે. ઉ.