পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

সে তাকায় আর বলে, 'দেখলেম।'

সংসারটা আকারের মহাযাত্রা।
কোন্ চির-জাগরূকের সামনে দিয়ে চলেছে।
তিনিও নীরবে বলছেন, 'দেখলেম।'

আদিযুগে রঙ্গমঞ্চের সম্মুখে সংকেত এল,
‘খােলো আবরণ।'
বাষ্পের যবনিকা গেল উঠে;
রূপের নটীরা এল বাহির হয়ে;
ইন্দ্রের সহস্র চক্ষু, তিনি দেখলেন।
তাঁর দেখা আর তাঁর সৃষ্টি একই।
চিত্রকর তিনি।
তাঁর দেখার মহােৎসব দেশে দেশে, কালে কালে

৫৭