পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

বহু দেহমনের নানা পথের বাঁকে বাঁকে
মৃত্যুর নানা খেয়া পার হয়ে।
উপরের তলায় ব'সে দেখব ওকে
ওর নানা খেয়ালের আবেশে,
আশানৈরাশ্যের ওঠাপড়ায়, সুখদুঃখের আলাে-আঁধারে।
দেখব যেমন ক'রে পুতুলনাচ দেখে;
হাসব মনে মনে।
মুক্ত আমি, স্বচ্ছ আমি, স্বতন্ত্র আমি,
নিত্যকালের আলাে আমি,
সৃষ্টি-উৎসের আনন্দধারা আমি,
অকিঞ্চন আমি-
আমার কোনাে কিছুই নেই।
অহংকারের প্রাচীরে ঘেরা।

৮২