পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড @ Y শ্রীকৃষ্ণাৰ্চনং ) সৰ্ব্বাহঁণম্ ( সৰ্ব্বদেবপূজনং ভবতি, .কলগং আচতপূজনে সব্বদেবাদীনাম্ অক্ষয়। তৃপ্তিরুংপদ।তে ইত্যথ: ) ॥ ৩৭১ ॥ তামুবাদ । .ামন তাঙ্গার স্কন্ধ, শাপ ও প্রশাপাদির পূর্ণ তৃপ্তি হইয় কে এবং প্রাণে খাদ্যাদি উপহার দ্বালা যেরূপ সকল বৃক্ষের মূল প্রদেশে জলসেচন কলিলে গান্ধ তৃপ্তিঃাভ করে, সেইরূপ এ মাত্র অচ্যতের পূজনেহ লিপি । দেবাদির পূজা হইয় থাকে ॥ ৩৭১ ॥ ইহ। বলি হরি, করিয়া চাতুরী, মায়ের গলায় ধরে । শচীর হৃদয়, আতি সবিস্ময়, গেল। ষষ্ঠা পূজিবারে ॥ ৩৭২ ৷৷ সেই ষষ্ঠাদেলী, লহুবিধ সেবি, বোলয়ে কাতরলtণী । হমমরি ছ। ওয়াল, পড়ই পামাল, এ দেশষ ক্ষেমিলে আপনি ॥ ৩৭৩ ৷৷ তুমি দিলে মোরে, এ পেপ কোঙরে, কেমলে লইবে দোষ । করিলে কল্যাণ, এ মেরি লন্দন, না করিল কিছু রোষ ৷৷ ৩৭৪ ৷ স। শু, পাচ নাই, এ ধন নিমাই, দিলে গে। করুণ করি । বিঘ্ন নাহি হয়, এ মোর তনয়, এ লালক দেবি তেরি ॥ ৩৭৫ ৷ এতেক বলিয়া, চরণে পড়িয়া, যত বুদ্ধ নারীগণে । বলিয়ে বিনতি, করিএ প্রণতি, আশীৰ্ব্বাদ কর মনে ॥ ৩৭৬ ॥ চরণের ধূলি, দেহ নিজ বলি, মোর বিশ্বম্ভর-শিরে এ মোর ছাওয়াল, বড়ই চপােল, বুদ্ধি হয় যেন স্থিরে ॥ ৩৭৭ ৷ দন্তে তৃণ ধরি, বোলে শচীরাণী, সলার চরণ সেবি । সন্ডে দেহ বর, মোর বিশ্বম্ভর, পুত্ৰ হউ চিরজাণী ॥ ৩৭৮ ॥ ষষ্ঠীপূজা করি, পুত্র-করে ধরি, ঘরেরে চলিলা দেবী । জগন্নাথ-সনে, করে অনুমানে, মনে অনুভব ভালি ॥ ৩৭৯ ॥ কি কহিব তার, সৰ্ব্বদেল-সার, পুথিবীতে পরকাশ । লালকের সঙ্গে, খেলে নালারঙ্গে, কহয়ে লোচনদাস ॥ ৩৮০ ॥ পপীড়ি পাগ-— দদ ছন্দ ॥ তলে আর কথোদিনে, সেই শচীনন্দনে, ধূলায় খেলায় রাজপথে । এ ধূলি ধূসর, হেমগিরি কলেরল. অনুগান্ত লয়স্ত সহিতে ॥ ৩৮১ ॥ শিশু শিশু ধূলা খেলি, ক্ষণে হয় গলাগলি, ধূলা-রণে অঙ্গ দিগপাস । সমান সে লয়ংক্রম, সভে মেলি একমৰ্ম্ম, ঘৰ্ম্মবিন্দু খেলায় আয়াস ॥ ৩৮২ ৷ . সভে মেলি খেল খেলে, গুপ্তপেলা| হেনকালে, সেই পথে আইল। আচম্বিত । তার যত নিজ জন, সঙ্গে করে গমন, জ্ঞানপথে বিচারে পণ্ডিত ॥ ৩৮৩ ॥ তার সনে অণুমানে, যোগশাস্ত্র লাখ (মে, কর-শিরঃ করিয়া চালন । দেখি বিশ্বস্তুররায়, তার পাছে পাছে পায়, অনুসরি গমন-বচন ॥ ৩৮৪ ॥ দেখি বৈদ্য মুরারি, কটাক্ষে তিলেক হেরি, পুন; করে যোগেশ দখান। সেইমতে বিশ্বস্তুরে, যোগের বাখল করে, যেন হtথ তেন মুখখান ॥ ৩৮৫ ॥ এইমনে বেরি বেরি, পরিহাসে গৌরহরি, শিশুগণ সংহতি করিয়া ।