পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾8 হরি-হরি বোল শুনি জয়-জয় নাদ । শুনিএ ধাইল কেহো দেখিবারে সাধ ॥৪১৬% । এ বোল শুনিএ শচী আইল। আচম্বিমেশ স্বপ্নে দেখিল—আপন পুত্র নিমাই আল ভগ"াপ কপী পুত্র পুত্র, বলি শচী মিমাষ্ট সক প্রয়োগ করিতে সম্ভারে দেখিয়া সে ও নিজপুত্রকে ভগ1াণ বশিষ্ট্ৰী এমন্ত বেভার সা স্বপ্নোথিত হইয়া ইহার সে ভাব অপপর-পুস্ত পুনরায় স্বীয় বাৎসল্যভাবে মুগ্ধ বহিলেন । কর্নির্দিষ্ট সময়ে গৌরহরিপ উপনয়ন-সংস্কার যথাবিধি সম্পন্ন হ’ল । তংপরে চতুর্গাবতারের কথা দুর্ণি? তইয়াড়ে। দ্বাপরযুগবসনে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন ঐকষ্ণের আবির্ভাব হয় । কলিযুগে ঐক্তন রাধার ভাবকাস্তিধারণপূৰ্ব্বক গ্ৰীগৌরসুন্দরধাপে হরিনামসংকীৰ্ত্তনরূপ যুগপৰ্ম্ম প্রচার করিবার জন্য প্রচ্ছন্নভাবে অবতীর্ণ হন, তিনি প্রেমে প্রমন্ত্র হইয়া সৰ্ব্বঞ্জাবের দ্বারে দ্বারে যাoিস যাচিয়া প্রেম প্রদান করিলেন, গুপ্তস্থলীলাকালে তিনি মাতাকে একাদশী দিবসে অন্নভোজন-নিষেধপূৰ্ব্বক জগঅর্জীবকে শিক্ষা প্রদান করিয়াছিলেন । জগন্নাথ মিশ্র অসুস্থ হক্টলে ময়ুধ্যজীবনের অনিত্যতা সম্বন্ধে উপদেশ প্রদান পূৰ্ব্বক মাতাকে অনেক সাস্তুনা প্রদান করেন, জগন্নাথ মিশের অপ্রক টকালে শচীদেবী স্বামীর শোক প্রকাশ করিলেন । গৌরহরি ও পিতার জন্ত শোক করিলেন । তৎপলে তিনি মনোযোগেল সহিত লিষ্ঠারস্থ করিলেন । ধনশ–রাগ । এইমতে তার দিনে মিশ্র পুরহ্মর। চিন্তিতে লাগিল। মনে দেখি বিশ্বম্ভর ॥ ৪৫৭ ॥ শুভদিন শুভক্ষণ তিথি সুনক্ষত্র। হাথে খড়ি দিল তার সময় বিচিত্ৰ ॥ ৪৫৮ ৷৷ দিনে-দিনে পঢ়ে সেই জগতের গুরু। দেখি শচী-জগন্নাথ আপনা পাশরু ॥ ৪৫৯ ॥ এইমতে খেলা-লীলায় কথেদিল গেল । জগন্নাথ-শচী দোহে যুক্তি করিল ॥ ৪৬০ ৷ স্ত্রীচৈতন্ত্যমঙ্গল বিশ্বম্ভর-চড়াকৰ্ম্ম করি মনে মনে। ইষ্ট-কুটুম্ব যত আনিল তখনে ॥ ৪৬১ ॥ চর্চিল সে শুভক্ষণ তিথি শুভদিনে । করিব ত চুড়াকৰ্ম্ম দঢ়াইল মনে ॥৪৬২ ॥ নদীয়ানগরে ঘরে ঘরে তানন্দিত । ত্ৰাহ্মণ-সজ্জন আমি লোকে যে পূজিত ॥৪৬৩৷৷ ব্রাহ্মণেতে বেদ পঢ়ে গণয়নে গায় গীত। করিল সে যজ্ঞলিপি যে ছিল উচিত ॥ ৪৬৪ ॥ জয় জয় দেই যত কুলবধু-জন । সভাকারে দিল গন্ধ, গুলাক, চন্দন ॥ ৪৬৫ ॥ নান। বাদ্য ভাণ্ড বাজে আনন্দ অপার । শঙ্খ, দুন্দুভি বাজে ভেউল কাহাল ॥৪৬৬ ॥ মৃদঙ্গ, পটাহ লাজে কাংস্য, করভাল। সানাই শবদ শুনি বড়ই রসাল ॥ ৪৬৭ ॥ চতুৰ্দ্দিকে হরি-ধ্বনি ঝাপয়ে গগন । চুড়াকৰ্ম্ম, কর্ণবেধ করিল তখন ॥ ৪৬৮ ॥ আনন্দিত হৈল সব নদীয়ানগরী। বিশ্বম্ভর-মুখ দেখি আপনা পাশরি ॥ ৪৬৯৷৷ হাটে বাটে ঘাটে যেই যথা তথা যায়। দোহে দোহা মেলি গোরা চাদের গুণ গায় ॥ পর-পুত্র দেখি হেন করয়ে হৃদয় । শচী-জগন্নাথ ভাগ্যে এ হেন তনয় ॥ ৪৭১ ॥ নবদ্বীপের ভাগ্য আর সংসারের ভাগ্য। ও রূপ দেখিলে হয় নয়ানের শ্লাঘ্য ॥ ৪৭২ ॥ আর একদিনে গঙ্গা-লালুকার তটে r বালক সহিতে ক্রীড়া করে গঙ্গাঘাটে ॥ ৪৭৩ ॥ বালুকায় পক্ষিগণ-পদ অনুসারি। গমন করিল৷ পক্ষি-পদচিহ্ন ধরি ॥ ৪৭৪ ॥ ইহা বলি মহাপ্রভু শ্ৰীগৌরাঙ্গচন্দ্র। বালক-সহিতে ক্রীড়া করিল নিৰ্ব্বন্ধ ॥ ৪৭৫ ॥ এই পদচিহ্ন যেই বালক ডেঙ্গায়। সেই ততক্ষণে খেলা পরাজয় পায় ॥ ৪৭৬ ৷ যে জনা ত আগে ধাঞা পারে ধরিবার। সেই জন খেলা জিলে কান্ধে চড়ে ভার ॥৪৭৭৷৷