পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A po সংসালের মিথ্যা"ত্ত্ব প্রদর্শন পুৰ্ব্বক মায়া জয় করিবার উপায় ও মুকুন্দদত্তকে মাধুর্য্যময়বিগ্রহ ঐক্লষ্ণের উপাসনার শ্ৰেষ্ঠত্ব এবং অধ্যাত্ম-চর্চ পরিত্যাগপুৰ্ব্বক ভগবদ্বজনোপদেশ করিলেন । মুরারিগুপ্ত শ্ৰীমন্মহাপ্রভুর নিকট তৎক্লপ প্রার্থনা করিলে, প্র? তঁiঙ্গার প্রতি আৰ্শীব্বাদ প্রদান করেন। শ্ৰীবাস ও ঐরাম পণ্ডিত শ্ৰীমন্মথ প্রভুর অতীব প্রিয়-পাত্র, ইতাদের গৃহে শ্ৰীমন্মহাপ্ৰভু ভক্তগণ সঙ্গে কীৰ্ত্তনানন্দে বিহার করিতেন। একদিন কোন এক অবোধ বাহ্মণ শ্রীরুষ্ণের শ্রীমূৰ্ত্তি ময়িক পলিলে, তাহ৷ শ্রবণ কfরয৷ শ্ৰীমন্মত প্রত্ব সপসে গঙ্গা-স্নান কপেন । - 1 সুমেরুশিখরে জনু, সুন্দর দীঘল তনু, প্রেমন্তরে করে টলমল । পুলকিত সব গা, আপাদ মস্তক যl, রাঙা ফুট আঁখি করে ছল ছল। তানন্দিত নদিয়ানগর । ভাল রঙ্গে নাচে শচীর কোঙর ॥ ধ্রু॥ শ্ৰীনিবাস চারি ভাই, আনন্দে মঙ্গল গাই, হরিদাস হরিহরি বোলে। কিশোরী-কিশোর যেন, গোর গুণ-গরজন, হুহুঙ্কার প্রেমার হিল্লোলে ॥ ১ ॥ মুরারি মুকুন্দদত্ত, গুণ গায় অবিরত, উলসিত পুলকিত গায়। প্রেম-মকরন্দ-আশে, পদ-অরবিন্দ-পাশে, যেন মত্তভ্রমর বেড়ায় ৷ ২ ৷৷ চৌদিগে জয় বোল, মাঝে নাচে হেমগেীর, আনন্দে লিভোর জন-জনা । যে-দিগে সে-দিগে চাহি, আনন্দিত সব-ঠাঞি দশদিগে প্রেমের কঁাদন ॥ ৩ ॥ কেহো কেহো দুহেঁ মেলি,প্রেমানন্দে কোলাকুলি, কেহো যশোগানে হয় ভাট। পড়িয় চরণতলে, পণ্ডিত গোসাঞি বোলে, পসারিলা অপরূপ হtট ॥ ৪ ॥ শ্রীচৈতন্যমঙ্গল সোণার মুকুত। জন্ম, পুলকে গাঁথিল তনু, অনুরাগে এ রাঙ্গা বদল । রসের আলিসে হাসে, লস-লস আলসে, প্রেকাশয়ে অন্তরের ধম ॥ ৫ ॥ or ক্ষণে অলৌকিক বোলে, যেন মদ-মাতোয়ালে, ক্ষণে লোলে— মুঞি ভগবান। ক্ষণে পরণম করে, ক্ষণে আশীৰ্ব্বাদ বোলে, ক্ষণে নিজজনে দেই বর দান ॥৬ ॥ প্রেম প্রকাশয়ে প্রভু, য। নাহি দেখয়ে কতু, সপ্তদ্বীপে মাগিল তরাস । কি নারী, পুরুষ সব, দেখি গোর। তালুভল, প্রেমে ভুলি গেল এ লোচনদাস ॥ ৭ ॥ ‘ट,१६ {क्र-१,ॉ•।* aों*: । কেমন বিধাত সে, গৌরাঙ্গ সুন্দর দে, গঢ়ল আপল তনু পরিয়া । কেমন কঠিন সে, দ রু-পাষাণ-অস্তরে, রূপ দেখ্য। না গেল মিলিয় ॥ ধ্রু ॥ অমিয় মথিয়া কেব, নবনী তুলিল গো, তাহাতে গঢ়িল গোর-দেহা । জগৎ ছানিএর কেব1, রস নিঙ্গাড়িছে গে1, এক কৈল সুধুই সুনেহা ॥ ৮ ॥ অনুরাগের দধিখানি, প্রেমার স*(চল দিয়া, কেব৷ পাতিয়াছে আঁখি দুটি । তাহাতে অধিক মছ, লহু লহু কথা গো, হাসিয়া পোলয়ে গুটী গুটী ॥ ৯ ॥ অখণ্ড-পীযুষধারা, কে না তাডটিল গো, সোণার বরণ হৈল চিনি। সে চিনি মারিয়া কেব1, ফেণি তুলিল গে। হেন বাসো গোর-অঙ্গখানি ॥ ১০ ॥ বিজুরী বাটিয়া কে ৰা, গাখীনি মাজিল গে, চান্দে মাজিল মুখখানি। লাবণ্য বাটিয়া কে বা, চিত্র-নিরমাণ কৈল, অপরূপ রূপের বলনি ॥ ১১ ॥