পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মণ্যখও ভকতবৎসল তুমি করুণাসাগর। প্রেমপন দিয়া নিজ ভক্ত রক্ষণ কর ॥ ৮৫ ॥ তলে সেই সব জন প্রভুপাশে গিয়া। বসিলা আসন করি’ ঠাকুর বেঢ়িয়া ॥৮৬ ॥ সচন্দ্রিক রজনী—শোভিত দিগন্তর। আচাৰ্য্য দেখিয়া পুনঃ কহিল উত্তর—॥৮৭৷ কমলাক্ষ তুমি মোর পরম ভকত। তোমার লাগিয়া আইলু–হৈলু বেকত ॥৮৮ মোর গুণ-নৃত্য-গীতে হও তুমি সুখী। সৰ্ব্বজন ভক্তিপর হউ ইহা দেখি ॥ ৮৯ ৷ এ লোল শুনিএ সেই শ্ৰীলাসপণ্ডিত । কহয়ে ঠাকুর-অাগে পরসন্ন-চিত ॥ ৯০ ॥ এক নিবেদন করেণ—শুন মোর বোল। কহিতে ডরাঙ –পুনঃ চিত উতরোল ॥ ৯১ ৷ একটি সন্দেহ পুছে'। হৃদয়ের কার্য্য। তোমার কি ভক্ত এই অদ্বৈত আচাৰ্য্য ॥৯২ ইহা শুনি’ ক্রোপমুখ গৌর ভগসান। ভৎ সিতে লাগিলা ক্রোপে অরুণনয়ান ॥৯৩ উদ্ধব অক্রুর—মোর প্রিয় দুইজন। আচাৰ্য্য বাসহ তুমি তা-সভাকে নূ্যন ॥ ৯৪ ৷ ভারতবরষে এই আচাৰ্য্য সমান। অণমার ভকত অাছে – হেন কোন জন ॥ ৯৫ ৷ এতেক বলিয়ে তুমি অজ্ঞান ব্রাহ্মণ । আচার্য্য সমান মোর ভক্ত নাহি আন ॥৯৬ বৈষ্ণবের রাজ। সেই—মোর আত্ম পলি । জগতের কৰ্ত্তা-ভারিবারে আইলা কলি ॥৯৭ শাস্ত্রে মহাবিষ্ণু বলি করে নিরূপণ। • সে জন অদ্বৈত ভক্ত অবতার জান ॥৯৮ এতেক কহিয়ে আমি স্থদ্বুঢ়বচন। আচার্য্যের স্তুতি, ভক্তি কর সৰ্ব্বক্ষণ ॥৯৯ এবোল শুনিএঃ বিপ্র অন্তরে ভরাস । নিশবদে রহে বিপ্র—মুখে নাহি ভাষ ॥ ১০০ ॥ তবে সেই গৌরহরি বোলে পুনৰ্ব্বার। অধ্যাত্ম-চরচা ভোরা না করিৰি অণর ॥ ১০১ ৷ ১০৭ যদি বা অধ্যাত্মপাদে দেখি শুনি তোমা । তবে পুনঃ তে!-সভারে নাহি দিব প্রেমা ॥১০২৷৷ জ্ঞান-কৰ্ম্ম উপেখিলে কষ্ণপ্রেম হয়। ইহা জানি জ্ঞানকৰ্ম্ম না কর আশ্রয় ॥ ১০ ত ॥ এ লোল শুনিএ কহে শ্ৰীবাসপণ্ডিত । এই বর দেহ--তাহ পাশরউ চিত ॥ ১০৪ ৷ মুরারি কহিল—আমি অধ্যাত্ম না জনি । প্রভু কহে–কমলাক্ষ হৈতে জান তুমি ॥১০৫৷৷ শুদ্ধচিত্তে কষ্ণচন্দ্রে কর দৃঢ়ভক্তি। ভক্তিরস-নিকটে চেটিকা হয় মুক্তি ॥ ১০৬ ॥ এ বোল শুনিএ সম্ভে আলন্দিত মন । অন্তরে করিল—আজ্ঞা করিব পালন ॥ ১০৭ ৷ হরি-হর-পাদগম্বুজ-মধুমত্ত তারা। তমালমেদ নাচয়ে তারা দেবতার পর ॥ ১০৮ ॥ হেন অপরূপ কথা নদীয়া-বিহার । কহিল লোচন—গোর-প্রেমার প্রচণর ॥১০৯৷৷ সিন্ধুড়া রাগ অরুণ-কমল আঁখি, তারক ভ্রমরপার্থী, ড,বুড,বু করুণা-মকরন। - বদন পূর্ণিমার চান্দে, ছটায় পরগণ কাজে, তাহে কত প্রেমার আরম্ভ ॥ ১১০ ৷৷ আনন্দ নদিয়াপুরে, টলমল প্রেমার ভরে, শচীর দুলাল চান্দ নাচে। জয় জয় মঙ্গল পড়ে, দেখিয়া চমক লাগে, মদনমোহন নটরাজে ॥ ( ধ্রু ) পুলক ভরিল গায়, ঘৰ্ম্ম বিন্দু-বিন্দু ভায়, লোমচক্রে সোনার কদম্ব । প্রেমার আরম্ভে তনু, যেন প্রাতঃকালের ভালু আপবাণী রাখে কম্বুকণ্ঠ ॥১১১ ৷ শ্ৰীপাদপদুমগন্ধে, লেড়ি দশ নখ চন্দে, উপরে কনক-লঙ্ক রাজে। যখন ভাভিয় চলে, দিজুরী ঝলমল করে, চমকিত্ত অমর-সমাজে ॥ ১১২ ৷