পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S স্ত্রীচৈতন্যমঙ্গল سرانه অদ্বৈত্ত-আচাৰ্য্য আর নিভ্যানন্দরায়। আপনে ঠাকুর নিজগুণগাথা গণয় ॥৪৪ মুরারি, মুকুন্দদত্ত তার শ্ৰীনিবাস । হরিদাস-আদি যত প্রেমার আলাস ॥৪৫॥ শুক্লাম্বর, বক্রেশ্বর, শ্ৰীমান্ সঞ্জয়। শ্ৰীধরপণ্ডিত-আদি যত মহাশয় ॥৪৬ একজন মহিমা করিতে জানে কেবা। আপনি অবনী অবতরে গৌরদেবী ॥৪৭৷ উপমা দিবারে নাহি নদীয়া-প্রকাশ । আiনন্দ-হৃদয়ে কহে এ লোচনদাস ॥৪৮৷ খ্রীরাগ—দিশ ॥ প্রাণ গোরাচাদ মোর ॥ মূৰ্ছা ॥ না হারে হারে অণরে হয় । হরি রাম নারায়ণ শচীর দুলাল হেমগোরা ॥ধ্রু॥ কহিল অপূৰ্ব্ব কথা শুন সৰ্ব্বজন । শুনিলে সকল পাপ হয় বিমোচন ॥৪৯৷৷ নবদ্বীপে গৌরচন্দ্র আপন আবাসে । শিষ্যগণসঙ্গে অাছে বিনোদবিলাসে ॥৫০৷ নিজ ভক্তগণ-সব করি’ এক মেলি । নিজগুণ সঙ্কীৰ্ত্তনে প্রেমানদে ভুলি ॥৫১৷ হাসিয়া কহিল প্রভু ভক্ত সভাকারে। এই মোর হরিনাম দেহ ঘরে ঘরে ॥৫২৷ নবদ্বীপে বাল, বৃদ্ধ লৈসে যত জন । চণ্ডাল তুর্গতি তার সজ্জন-তুর্জন ॥৫৩৷ সম্ভারে শিখ ও হরিনাম গ্ৰন্থ করি । অনায়াসে সবলোক যাউ ভব তরি’ ॥৫৪৷৷ শুনিএ সকল ভক্ত কহিল প্রভূরে— লা পারিব হরিনাম দিতে ঘরে ঘরে ॥৫৫৷৷ সেই নবদ্বীপে এক আছয়ে দুরন্ত । অতি দুরাচার সেই—পাপে নাহি অন্ত ॥৫৬ মহাপাপী ব্রাহ্ম সে আছে দুই ভাই। নবদ্বীপের ঠাকুর সে জগাই মাধাই ॥৫৭ ব্রাহ্মণী, যবনী, গুৰ্ব্বাঙ্গণা নাহি এড়ে। সুরাপান পাইলে সকল কৰ্ম্ম ছাড়ে ॥৫৮ দেব-গুরু ব্রাহ্মণের হিংস নিরন্তর। বাহির হইলে বিন বধে না যায় ঘর ॥৫৯ ব্ৰহ্মলধ, গোবধ, স্ত্ৰীবধ শত শত । লিখিতে না পারি—পাপ করিয়াছে কত ॥৬০৷৷ গঙ্গাকূলে বৈসে—গঙ্গাস্নান নাহি করে। দেবতা পূজয়ে নাহি আজন্ম-ভিতরে ॥৬১ নিরন্তর স্বজন-বান্ধবে করে দণ্ড । কৃষ্ণগুণসঙ্কীৰ্ত্তনে পরমপাষণ্ড ॥৬২৷ একদিন আছে প্রভু নিজজন-মেলে। কথার প্রসঙ্গে তার কথা হেনকালে ॥৬৩৷ কহিল সকল লোক প্রভূবিদ্যমানে। শুনিঞা রুষিল প্রভু, গুণে মনে মনে ॥৬৪ অরুণ বরণ ভেল রাঙ্গ তুই আঁখি । যে কহিলে তোমরা অন্তরে পাই সাক্ষী ॥৬৫৷৷ অজ।মিলনমে পাপী আছিল ব্রাহ্মণ । মরিবার বেলে নাম লৈল লারায়ণ ॥৬৬৷৷ পুত্রস্নেহে "নারায়ণ’ নাম লৈল সেহ । বৈকুণ্ঠ পাইল দ্বিজ পাঞা দিব্যদেহ ॥৬৭ তাহণকে অধিক পাপী জগাই মাপাই। উহার লিস্তার হবে কেমন উপায় ॥৬৮৷৷ তাহার লাগিয়া মোর অন্তর কাতর। যে কিছু কহিয়ে—সভে শুনহ উত্তর ॥৬৯ হরিনামসংস্কীৰ্ত্তন কলিযুগপৰ্ম্ম । নামগুণ-সঙ্কীৰ্ত্তনে সাধিব সব-কৰ্ম্ম ॥৭০৷৷ আলহ যেখানে যেই আছে বন্ধুজন। মিলিয়া সকল লোক কর সঙ্কীৰ্ত্তন ॥৭১৷৷ গায়ন বায় সে মৃদঙ্ক করতাল । - উচ্চস্বরে কর নাম কীৰ্ত্তন রসাল ॥৭২৷ নগরে বেড়ল আমি কীৰ্ত্তন করিয়া। আইল সকল লোক এ বোল শুনিঞা ॥৭৩ অদ্বৈত-আচাৰ্য্য আর র্তার নিজজন। অবধূত নিভ্যানন্দ প্রসন্নবদন ॥৭৪৷৷ হরিদাস, শ্ৰীনিবাস মিলি’ চারি ভাই। মুরারি মুকুন্দদত্ত পণ্ডিত গদাই ॥৭৫৷৷