পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$68 এথা গৌরহরি শীঘ্ৰ চলিল। সত্বর। কোটি-কুঞ্জর মত্ত গমন সুন্দর ॥ ৪৫ ৷৷ ঝরঝর নয়নে ঝরয়ে প্রেমধারা । পুলকে আকুল অঙ্গ সোণার কিশোর ॥৪৬ উৰ্দ্ধপাস কেশ প্রভু করিয়া বন্ধন । ম সূরার মল্ল যেন করিয়াছে গমন ॥ ৪৭ ৷ রiধার বিরহ ভাবে হুইয়া আকুল। কোথা রাধা গেল। মোর কোথায় গোকুল ৷ সে গমন ক্ষণে ক্ষণে মস্থর হইয়। মালসাট মারে ক্ষণে চৌদিগে চাহিয়া ॥৪৯ এইমতে প্রেমাণেশে চলি যায় পথে । অখিলের গুরু মোর প্রভু জগন্নাথে ॥ ৫০ ৷ ক{ঞ্চন নগরে অাইল প্রভু বিশ্বম্ভর । যথা আছে কেশব ভারতী ন্যাসিলর ॥ ৫১ ৷৷ পরম ভকত্তি করি’ পরণাম করে। উঠিয়া সম্রমে ভ্যাসী লারায়ণ স্মরে’ ॥ ৫২ ৷৷ বড় ভাগ্য মানি’ দোহে সরস সন্তাষ । বিশ্বস্তর লোলে—মোরে করাহ সম্যাস ॥৫৩ এইমনে ছুইজনে তাছে এক কালে । আইলা নিত্য নন্দ চভদশেখরাদি-মেলে ॥৫৪ সন্ন্যাদাকে নমস্করি’ প্রভু নমস্করে । হাসিয়া কহয়ে প্রভু-ভাল হৈল আইলে ॥৫৫৷৷ তোমার গমনে মোর সকলি মঙ্গল। সন্ন্যাস হুইল মোর জনম সফল ॥ ৫৬ ৷ এ বোল বলিয়া পুনঃ ভারভী সস্তাষে । প্রণতি মিনতি করে সন্ন্যাসের আশে ॥ ৫৭ ৷৷ ভারতী কহয়ে – শুন শুল বিশ্বম্ভর । তোমারে সন্ন্যাস দিতে কঁাপিয়ে অন্তর ॥৫৮৷৷ এহেন সুন্দর তনু--তরুণ বয়স । জনম অলপি নাহি জান দুঃখ-ক্লেশ ॥ ৫৯ ৷ অপত্য-সন্ততি নাহি হয়ে ত তোমার। তোমারে সন্ন্যাস দিতে না হয় আমার ॥৬০ পঞ্চাশের উৰ্দ্ধ হৈলে রাগের নিরুত্তি । তবে সে সন্ন্যাস দিতে ভোরে হয় যুক্তি ॥৬১ শ্ৰীচৈতন্যমঙ্গল এ বোল শুনিঞা প্রভু কহে লহু-বাণী— তোমার সাক্ষণতে আমি কি বলিতে জানি ॥ মায়া না করিহ মোরে শুন স্যাসিমুনি। ধৰ্ম্মাধৰ্ম্মতত্ত্ব কেবা জানে তোমা বিনি ॥ ৬৩ ৷ সংসারে তুল্লভ এই মানুষের জন্ম। তাহাতে তুল্লাভ কষ্ণ ভক্তি পরধৰ্ম্ম ॥ ৬৪ ৷ সড়ই তুল্লভ তাহে ভক্তজন-সঙ্গ । মানুষের এ দেহ তিলেকে হয় ভঙ্গ ॥ ৬৫ ৷৷ বিলম্ব করিতে এই দেহ যায় যলে। তলে তার বৈঞ্চলের সঙ্গ হ’লে কলে ॥ ৬৬ ৷ মায়া না করিহ মোরে করাহ সন্ন্যাস । তোর পরসাদে যুঞি হঙ কষ্ণদাস ॥ ৬৭৷ ইহ। বলি’ করুণ-তরুণ দু-নয়ান। চল ছল করে আশ্রচ-কাতর বয়ান ॥ ৬৮ ৷৷ হুঙ্কার-গর্জন সিংহ জিনি পরাক্রম। ভালময় সল দেহ–অতি সু লক্ষণ ॥ ৬৯ ৷ ‘হরি হরি’ ললি’ ডাকে মেঘের গর্জনে। অলিরাম প্রেমণগরি ঝরে দু-নয়ালে ॥ ৭০ ৷ ত্রিভঙ্গ হইয়৷ বংশী বংশী ললি’ ডাকে। ক্ষণে রাসমণ্ডলী বলিয়। রঙ্গ ঝণকে ॥৭১ ॥ গোবৰ্দ্ধন, রাধাকু ণ্ড বলি’ ডাকে হাসে । চমৎকার হৈল ন্যাসী অন্তর-তরাসে ॥ ৭২ ॥ অন্তরে চিন্তিয়া কিছু বোলে স্যাসিরাজ। অন্তরে জানিল—মোর ভাল নহে কাজ ॥৭৩৷৷ জগতের গুরু এই জগতের নাথ । গুরু’ বলি? অামারে করিল জোড়-হাত ॥৭৪৷৷ এত অনুমানি ন্যাসী কহিল উত্তর। সন্ন্যাস করিলে যদি—যাহ নিজ-ঘর ॥ ৭৫ ৷ সাক্ষাতে জননী-ঠাঞি হইবে বিদায়। ভোর পত্নী সুচরিত। — যাবে তার ঠায় ॥ ৭৬ ৷ সাক্ষণতে সভার ঠাঞি বিদায় হইয়া। আসিলে আমার ঠাই -সভারে বুঝtঞ ॥৭৭ মনে আছে --গোরাচাদে করিয়া বিদায়। আiসন ছাড়িয়া আমি যাব অন্য ঠায় ॥ ৭৮ ৷৷