পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ク শ্রীচৈতন্ত্যমঙ্গল তুয়-চরণ-কমলে, fক অাছে কতেক ললে, ভালে না জানহ তুমি ইহা । এপদ অামার ঘরে, ছাড়ি যাবে অস্ত্যক্তরে, ভা লাগি” কণন্দয়ে মোর হিয়৷ ॥ ৬৪ ৷ এপদ পদম-গন্ধে, যায়ে যেই দিগ-অন্তে, সেদিগ ছাড়য়ে জয়া-মৃতু্য । পদ-মকরণদু-পানে, জীয়ে মেই যেই জনে, ভারে কিবা দিব-নিশি-ঋতু ॥ ৬৫ ৷ প{{ণ পদ্ম পদ্ম রাগে, সে ধরয়ে তামুরাগে, ভার পদ পাই পূণ্য ভাগে । • নির কহিয়ে কথা, ঘন্ত আছে মনে ব্যথা, সব নিবেদিয়ে তুঘ্ন। আগে ॥ ৬৬ ৷ তুমি ঠাণ্ডুর সন্তাকর, তোমার ঠাকুর তীর, পে আছয়ে সকল সংসারে । ম (র পদ সম্বর (গে, এ রস আ স্বাদ পালে, এই পহু নিবেদিল তোরে ॥ ৬৭ ৷ এ প।মাত্র জানে ইহু, ও রস-পিরিতি পাঞ, যত সুখ যতেক সোহাগ। . শুখ হু বিস্ময় গুণে, এই কথা রাত্রি দিনে, - . কি না রস প্রেম অনুরাগ ॥ ৬৮ ৷৷ রহ্ম-ত দি দেব-দেবী, লখিমী-চরণ-সেনী, সে পাম আপন অনুরাগে । কর-কমল কমল, অতি-আরঙি-বিহবল ৷

  • তুয়-পদপদ্ম-মধু মাগে ৷ ৬৯ ৷ সে পুনঃ হৃদয়ে রহি, শয্যাতে শুভয়ে নাহি,

বদনে বদল রন্থ রম৷ ৷ এপদ-মাধুরী আশে, সেহ তাই নাহি লাসে, কেব৷ কহু চরণ-মহিমা ॥ ৭০ ৷ লখিমী অাপন সুখ, সে চাহে কাতল মুখ, হেন পদ-পরস দি প্রেমা । রশিমাত্র ইহা জানে, যে ভুঞ্জিল বৃন্দাবনে, তার ভাগ্যপথে নাহি সীমা ॥৭১ ॥ এ পুনঃ জগতে ধান্ধা, তার গুণে তুমি বান্ধ। আজিহ ন ছাড় হিয়া জাপ । , রাধানাম লৈতে আঁখি, ছল ছল করে দেখি, হেন পদ-প্রেম-পরতাপ ॥ ৭২ ৷ এপদ অামার ঘরে, উলসিভ অন্তরে, কান্দি পুনঃ বিচ্ছেদের ডরে। তোমার অধিক তোর, শ্ৰীপদপঙ্কজ জোর, অনুভলে করহ বিচারে ॥ ৭৩ ৷ তুমি যার পেয়ান, তুমি সে সমাপি-জ্ঞান, তুমি মাত্ৰ সৰ্ব্বত্র সহণয়ে। এ হেন তোমার দাস, ভূয়। পদে করে আশ, এই অপরূপ সড় মোহুে ॥ ৭৪ যে পদে লখিমী দাসী, সেল। কৈল অভিলাষী, ঐছন ভোমার ; কুরাল ! ঠাকুর হইয় পুনঃ, ভীর ভাল লাহি গুণ, অবিচারে দেহ তারে শাল ॥ ৭৫ ৷ পদ-মকরন্দ-রসে, লে করয়ে অভিলাসে, অক্ষয় অব্যয় সে ভাণ্ডীর । কিল| বাণী লখিমিমা, হ।পনাকে ধন্ত্য ম{লি, লিনি সেন। পরবশ তার ॥ ৭৬ ৷ স{ল ক্যাদি যুক্তি চারি, তার পাছে অনুসারী, নাহি চাহে নয়নের কোণে । ষে পড়িল প্রেময়সে, আর কিবা তারে বাসে, বৈকুণ্ঠাদি তুচ্ছ করি মনে ॥৭৭ ৷ কর জুড়ি বলি পহু, ওপদ-কমল-মত্ব, মধুকর করি দেহ লর। এপদ-বিচ্ছেদ-ডরে, এ পাপ পরাণ ঝুরে, কন্তু না ছাড়িহ মোর ঘর ॥ ৭৮ ৷৷ পদ-অরবিন্দ-গুণ, রুক্মিণী কহিল শুন, কেবল প্রেমের পরকাশ । তাহে সে প্রভুর দয়, খললল করে হিয়া, গুণ গাহে এ লেপচলদাস ॥ ৭৯ ৷ r や