পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মণি মল্লিক, রাখাল, মাষ্টার প্রভৃতি ভক্তসঙ্গে । ৮৭ র্তাহারই ভাবে, কথাচ্ছলে, তাহাকে উপদেশ দিতেছেন। [ পূর্ববকথা—জয় নারায়ণ পণ্ডিত দর্শন। গৌরীপণ্ডিত । ] শ্রীরামকৃষ্ণ । জয় নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটী । ছেলেগুলি বুট পর ;–নিজে বল্পে, আমি কাশী যাবো। যা বল্পে তাই শেষে কল্লে। কাশীতে বাস—আর কাশীতেই দেহত্যাগ হলে । * “বয়স হলে ঐ রকম চলে গিয়ে ঈশ্বরচিন্তা করা ভাল । কি বল ? মণিলাল ; সংসারের ঝঞ্ঝাট ভাল লাগে না । স্ত্রীরামকৃষ্ণ । গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা কৰ্বে । সকল স্ত্রীই ভগবতীর এক একটি রূপ । ( মণিলালের প্রতি ) ৷ তোমার সেই কথাটা এদের বলতে গা । মণিলাল (সহস্তো ) । নৌকা করে কয় জন গঙ্গা পার হচ্ছিলো । একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল । ‘আমি নানা শাস্ত্র পড়িছি, —বেদ বেদান্ত,—ষড়দর্শন। এক জনকে জিজ্ঞাস কল্লে—“বেদান্ত জান ? সে বল্লে, ‘আজ্ঞা না । ‘তুমি সাস্থ্য পাতঞ্জল জান ?—‘আজ্ঞা না । ‘দর্শন টর্শন কিছুই পড় নাই ?--আজ্ঞা না।’ “পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন ও লোকটী চুপ করে বসে আছে । এমন সময়ে ভয়ঙ্কর ঝড় —নৌকা ডুব তে লাগলো। সেই লোকটী বল্লে, “পণ্ডিতজী,আপনি সীতার জানেন ?’ পণ্ডিত বল্লেন, না । সে বল্লে, “আমি সাঙ্খ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাতার জানি । [ ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। লক্ষ্য বেঁধা । ] শ্রীরামকৃষ্ণ (সহস্তে ) ৷ নানা শাস্ত্র জানলে কি হবে । ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু আর সব অবস্ত । “লক্ষ্য ভেদের সময় দ্রোণাচাৰ্য্য অৰ্জ্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ ?—এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছি ? অৰ্জ্জুন বল্লেন,—‘না । আমাকে দেখতে পাচ্ছ ?—‘না । গাছ দেখতে

  • শ্রীরামকৃষ্ণ ১৮৬৯এর পূর্বে পণ্ডিতকে দেখিয়াছিলেন। পণ্ডিত ཅན་ཐཱ་ নারায়ণের ৬/কাশীগমন ১৮৬৯। জন্ম ১৮ • ৪ ; কাশীপ্রাপ্তি ১৮৭৩ খৃঃ ।