পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-R 8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 23rd March. [ ‘হলধারীর বাবা’। ‘আমার বাবা’ । বৃন্দাবনে ফেরতীগোষ্ঠদর্শনে ভাব । ] শ্রীরামকৃষ্ণ ( রাম, নিত্য গোপাল প্রভৃতি প্রতি ) ৷ ইনিই আমার ইষ্ট’ এইটি ষোল আনা বিশ্বাস হলে—তাকে লাভ হয়,—দর্শন হয় । । “আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস ! “মেয়ের বাড়ী যাচ্ছিল । রাস্তায় বেলফুল আর বেলপাত চমৎকার হয়ে রয়েছে দেখে, ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে দুই তিন ক্রোশ পথ ফিরে তার বাড়ী এলো ! “রাম যাত্রা হচ্ছিল। কৈকেয়ী রামকে বনবাস যেতে বল্লেন । হলধারীর বাপ যাত্রা শুনতে গিছিল—একবারে দাড়িয়ে উঠল।—ষে কৈকেয়ী সেজেছে, তার কাছে এসে ‘পামরী !—এই কথা বলে দেউটী ( প্রদীপ) দিয়ে মুখ পোড়াতে গেল ! “স্নান করবার পর যখন জলে দাড়িয়ে—রক্তবর্ণং চতুর্মুখম-এই সব বলে ধ্যান করত—তখন চক্ষু জলে ভেসে যেত । “আমার বাবা যখন খড়ম পরে রাস্তায় চলতেন, গায়ের দোকানীর দাড়িয়ে উঠত। বলতে ঐ তিনি আসছেন । “যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকের সাহস করে নাইতে যেত না। খপর নিত—“উনি কি স্নান করে গেছেন ? ‘রঘুবীর । রঘুবীর ? বলতেন, আর র্তার বুক রক্তবর্ণ হয়ে যেত । “আমারও ঐ রকম হত। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে, ভাবে শরীর ঐরূপ হয়ে গিছলো । “তখনকার লোকের খুব বিশ্বাস ছিল । হয়তে কালীরূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে ! এরূপ কথাও শোনা যায়। পঞ্চবটীর হঠযোগী। ] পঞ্চবটীর ঘরে একটা হঠযোগী আসিয়াছেন । এড়েদর কৃষ্ণকিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকট লোক ঐ হঠযোগীকে বড় ভক্তি করেন। কিন্তু র্তার আফিম আর দুধে মাসে পচিশ টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, “আপনার এখানে অনেক ভক্তরা আসে, কিছু বলে কয়ে দিবেন,—হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায়।