পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। রাখাল প্রভৃতি ও শিবপুরের ভক্তগণসঙ্গে । ১৩৫ শিবপুরের ভক্ত। আজ্ঞা, আপনার গান একটি হ’বে না ? শ্রীরামকৃষ্ণ । আমি কি গাইব ? আচ্ছ, যখন হবে গাইব । কিয়ৎক্ষণ পরে ঠাকুর গান গাইতেছেন। গাইবার সময় উদ্ধদৃষ্টি । গান—কৌপিন দাও কাঙ্গালবেশে ব্রজে যাই হে ভারতী । গান---গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়। গান-দেখসে আয় গৌরবরণ রূপখানি ( গো সজনী ) । আলতাগোলা দুধের ছানা মাখা গোরার গায়, ( দেখে ভাবের উদয় হয় ) কারিগর ভাঙ্গড়, মিস্ত্রী বৃষভানুনন্দিনী । গান—ডুব ডুব ডুব, রূপসাগরে আমার মন । গৌরাঙ্গের নামের পর ঠাকুর মার নাম করিতেছেন। গান-শ্যামা ধন কি সবাই পায়। অবোধ মন বুঝে না একি দায় ॥ গান—মজলে আমার মনভ্রমরা শ্যামাপদ নীলকমলে । গান—শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে। চৌদ্দ পোয় কলের ভিতরি, কত রঙ্গ দেখাতেছে ॥৮ আপনি থাকি কলের ভিতরি, কল ঘুরায় ধরে কলডুরি । কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। যে কলে জেনেছে তারে, কল হ’তে হবে না তারে, কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাধা আছে ॥ দ্বিতীয় পরিচ্ছেদ । [ ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা । প্রেমতত্ত্ব । ] এই গান গাহিতে গাহিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন । কিয়ৎক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মাৱ অনঙ্গে কথা কহিতেছেন । “মা উপর থেকে (সহস্রার থেকে ? ) এইখানে নেমে এস — কি জ্বালাও !—চুপ করে বোস । -