পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ԳԵ- äääfooto [1884, 14th September. একটা ফ্লানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস্ ? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন । সঙ্গে মাষ্টার । নরেন্দ্র গান গাইতেছেন । BB BB BBB BJu gJu BJJSBBB BBS DDDB BS তাই। কত লোকে কত বলে শুনে প্রাণে মরে যাই | চিতাভস্ম মেখে অঙ্গে, জামাই বেড়ায় মহারঙ্গে । তুই নাকি মা তারই সঙ্গে,—সোনার অঙ্গে মাখিস ছাই ॥ কেমনে মা ধৈর্য্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে । এবার নিতে এলে পরে, বলব উমা ঘরে নাই ॥ ঠাকুর দাড়াইয়া শুনিতেছেন । শুনিতে শুনিতে ভাবাবিষ্ট । এখনও একটু বেলা আছে। সূৰ্য্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট । র্তাহার এক দিকে উত্তরবাহিনী গঙ্গা–কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে । পশ্চাতে পুষ্পোদ্যান । ডানদিকে নবৎ ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাড়াইয়া-—গান গাইতেছেন । সন্ধ্যা হইল । নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন । ঠাকুর ঘরে আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন । শ্ৰীযুক্ত যদু মল্লিক পাশ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান । আজ লোক পঠাইয়াছেন— ঠাকুরের যাইতে হইবে । শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন । [ ভক্তসঙ্গে ত্রযুক্ত যদুমল্লিকের বাগানে। শ্ৰীগৌরাঙ্গের ভাব । ] ঠাকুর শ্ৰীযুক্ত যদুমল্লিকের বাগানে যাইবেন । লাটুকে বলিতেছেন— লণ্ঠনটা জাল,—একবার চল । ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন । মাস্টার সঙ্গে আছেন। স্ত্রীরামকৃষ্ণ ( মাস্টারের প্রতি ) ৷ তুমি নারানকে আনলে না কেন ? মাস্টার কলিতেছেন—আমি কি সঙ্গে যাবে ? ঐীরামকৃষ্ণ । যাবে ? অধর টধর সব রয়েছে,—আচ্ছ, এসে । মুখুয্যের পথে দাড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন—