পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। হরি প্রভৃতি ভক্তসঙ্গে । ←ᏬᎼ র্তাহার চক্ষুর লক্ষণ ভাল না—বিড়ালের ন্যায় কটা চক্ষু। ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ (হুক হাতে করিয়া, হরির প্রতি )। দেখি, তোর হাত দেখি । এই যে যব রয়েছে—এ বেশ ভাল লক্ষণ । ’ “হাত আলগা কর দেখি । ( নিজের হাত হরির হাত লইয়া যেন ওজন করিতেছেন। ) ছেলে মানসি বুদ্ধি এখনও আছে —দোষ এখনও কিছু হয় নাই । ( ভক্তদের প্রতি ) আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি। (হরির প্রতি ) ৷ কেন, —শ্বশুর বাড়ী যাবি—বেীর সঙ্গে কথা বাৰ্ত্ত কইবি—আর ইচ্ছে হয় একটু আমোদ আহলাদ করৰি । (মাষ্টারের প্রতি ) কেমন গো ? ( মাষ্টার প্রভৃতির হাস্য )। মাস্টার ; আজ্ঞা নতুন হাড়ী যদি খারাপ হয়ে যায়, তা হলে আর দুধ রাখা যাবে না । ত্রীরামকৃষ্ণ (সহস্তে )। এখন যে হয় নাই তা কি করে জানলে ? মুখুয্যের হুই ভাই—মহেন্দ্র ও প্রিয়নাথ। তাহার চাকরি করেন না র্তাহাদের ময়দার কল আছে । প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কৰ্ম্ম করিতেন। ঠাকুর হরির নিকট মুখুয্যে ভ্রাতৃদ্বয়ের কথা কহিতেছেন । শ্রীরামকৃষ্ণ (হরির প্রতি ) ৷ বড় ভাইট বেশ, না ?—বেশ, সরল। হরি ; আজ্ঞা হা । শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি) । ছোট নাকি বড় সন ( কৃপণ ) ? —এখানে এসে নাকি অনেক ভাল হয়েছে। আমায় বল্লে আমি কিছু জানতুম না। (হরিকে ) এরা কিছু দান টান করে কি ? হরি। তেমন দেখতে পাই না । এদের বড় ভাই যিনি ছিলেন— র্তার কাল হয়েছে—তিনি বড় ভাল ছিলেন—খুব দান ধ্যান ছিল। { ঠাকুর ত্রীরামকৃষ্ণ ও দেহের লক্ষণ । ৮মহেশ ষ্ঠায়রত্বের ছাত্র ] ত্রীরামকৃষ্ণ (মাষ্টার প্রভূতিকে)। শরীরের লক্ষণ দেখে অনেকট বুঝা যায়, তার হবে কি না। খল হ’লে হাত ভারী হয়। “নাক টেপা হওয়া ভাল না। শস্তুর নাকটা টেপা ছিল । তাই অতে জ্ঞান থেকেও তত সরল ছিল না !