পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরথযাত্রা । বলরামমন্দিরে ভক্তসঙ্গে । ՀԳ> বড় পেটের ব্যাম। ঐ সকল অবস্থায় পেটের ব্যাম বড় বেড়ে যে’ত । তাই রূপ দেখলে শেষে থুথু করতুম–কিন্তু পেছনে গিয়ে ভূতে পাওয়ার মত, আবার আমায় ধরত ! ভাবে বিভোর হ’য়ে থাকৃতাম, দিন রাত কোথ দিয়ে যে’ত । তার পরদিন পেট ধুয়ে ভাব বেরুত ! ( হাস্য) গিরিশ (সহস্তে )। আপনার কুষ্ঠা দেখছি। ত্রীরামকৃষ্ণ (সহস্যে )। দ্বিতীয়ার চাদে জন্ম। আর রবি চন্দ্র বুধ, —এ ছাড়া আর কিছু বড় একটা নাই । গিরিশ । কুন্ত রাশি। কক্ক ট আর বৃষে রাম আর কৃষ্ণ ;—সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ । দুটি সাধ ছিল।—প্রথম ভক্তের লাজ। হব ; দ্বিতীয়, সুন্টুকে সাধু হব না । [ শ্রীরামকৃষ্ণের কুষ্ঠী । ঠাকুরের সাধন কেন। ব্রহ্মযোনি দর্শন । ] গিরিশ ( সহাস্যে ) । আপনার সাধন করা কেন ? শ্রীরামকৃষ্ণ ( সহাস্যে ) ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন,—পঞ্চতপা, শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে এক দৃষ্টে চেয়ে থাকা । “স্বয়ং কৃষ্ণ রাধাযন্ত্র নিয়ে অনেক সাধন করে ছিলেন । যন্ত্র ব্রহ্ম ঘোলি,--তারই পূজা, ধ্যান ! এই ব্রহ্মযোনি থেকে কোটি কোটি ব্ৰহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে । “অতিগুহ্য কথা ! বেলতলায় দর্শন হতে,–লক লক্‌ কোরতে । পূর্বকথা—বেলতলায় তন্ত্রের সাধন । বামনীর যোগাড় । ] “বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল । মড়ার মাথা নিয়ে । আবার গু ক্ষু আসন । বামনী সব যোগাড় করতো । (হরিপদর দিকে অগ্রসর হইয়া) “সেই অবস্থায় ছেলেদের ধন, ফুল চন্দন দিয়ে পূজা না করলে, থাকতে পারতাম না।” “আর একটি অবস্থা হত। যে দিন অহংস্কার করতুম তার পর দিনই অসুখ হ’ত । মাষ্টার শ্ৰীমুখনিঃস্থত অশ্রুতপুৰ্ব্ব বেদান্তবাক্য শুনিয়া অবাক হইয়