পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 SSHfMTFTTF?fWRS 1 [1883, ist January. [ ভক্তির অবতার কেন ? রামের ইচ্ছা । ] শ্রীরামকৃষ্ণ । আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি । এর ভিতর কে একটা আছে। সেই আমাকে নিয়ে এইরূপ কচ্ছে । মাঝে মাঝে দেবভাব প্রায় হ’ত,—আমি পূজে না করলে শান্ত হতুম না । “আমি যন্ত্র তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি । যেমন বলান তেমনি বলি।” ‘প্রসাদ বলে ভব সাগরে, বসে আছি ভাসিয়ে ভেলা । জোয়ার এলে উজিয়ে যাবে, ভাটিয়ে যাব ভাটার বেল ॥ “ঝড়ের এটো পাত কখনও উড়ে ভাল যায়গায় গিয়ে পড়ল,-- কখনও বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল—ঝড় যে দিকে লয়ে যায় ?” “র্তাতি বল্লে,—রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিসে ধরলে,—আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে । “হনুমান বলেছিল,—হে রাম, শরণাগত, শরণাগত ; –এই আশীববাদ কর যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয় । আর যেন তোমার ভূবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই । “কোলা ব্যাঙ মুম্বু অবস্থায় বল্লে, রাম, যখন সাপে ধরে তখন ‘রাম রক্ষা কর’ বলে চীৎকার করি । কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্চি, তাই চুপ করে আছি । “আগে প্রত্যক্ষ দর্শন হতো —এই চক্ষু দিয়ে ! --যেমন তোমায় দেখছি এখন ভাবাবস্থায় দর্শন হয় । “ঈশ্বর লাভ হ’লে বালকের স্বভাব হয় । যে মাকে চিন্ত করে তার সত্ত্ব পায় । ঈশ্বরের স্বভাব বালকের দ্যায়। বালক যেমন খেলা ঘর করে, ভাঙ্গে, গড়ে,—তিনি ও সেইরূপ সঠি, স্থিতি, প্রলয় কচ্ছেন। বালক যেমন কোনও গুণের বশ নয়—তিনি ও তেমনি সত্ত্ব, রজঃ, তমঃ তিন গুণের অতীত । “তাই পরমহংসেরা দশ পাচ জন বালক সঙ্গে রাখে, স্বভাব আরো পের জন্য ।”