পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা শ্বামপুকুর। নরেন্দ্রমহিম, সরকার প্রভৃতি ভক্তসঙ্গে। ৩১৩ উপকার হয়েছে, শোনো । প্রথমে pancreatic juice 3 bileo পিত্তের ) actionএর (ক্রিয়ার) তফাৎ বোঝা যাচ্ছিল না। তার পর Claude Bernard Host(RH stomach, liver, প্রভৃতি examine *FTH c7-tt=I CH,bileast action altā È juice ag action atzīts “তা হলেই দাঁড়ালো যে, lower animalদের আমাদের দেখা উচিত—শুধু মানুষকে দেখলে হবে না। “Gioiot Comparative Religion's forts &otasta “এই যে ইনি ( পরমহংসদেব ) যা বলেন, তা অত অন্তরে লাগে কেন ? এর সব ধৰ্ম্ম দেখা আছে—হি দু, মুসলমান, খৃষ্টান, শাক্ত, বৈষ্ণব,—এ সব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়। মাষ্টার (ডাক্তারকে) । ইনি (মহিমা) খুব Science পড়েছেন । Urgotá (Moto) fo, Maxmuller's Science of Religion ? মহিমা ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) । আপনার অসুখ, ডাক্তারেরা আর কি করবে ? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে, তখন ভাবলাম যে, ডাক্তারের অহঙ্কার বাড়াচ্চেন । স্ত্রীরামকৃষ্ণ। ইনি খুব ভাল ডাক্তার। আর খুব বিদ্যা। মহিমাচরণ। আজ্ঞা হা, উনি জাহাজ, আর আমরা সব ডিঙ্গি । ডাক্তার বিনীত হইয়া হাত জোড় করিতেছেন। মহিমা । তবে ওখানে (ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে) সবই সমান। ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন। লঞ্জেতেন্দ্ৰৱ গান— গান—তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা । গান—অহঙ্কারে মত্ত সদা, অপার বাসনা । গান—চমৎকার অপার, জগৎ রচনা তোমার ! শোভার আগার বিশ্ব সংসার । গান—মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিতঃ, তোমারি রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্ত্যের মৃত্তিকা হয়ে,ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব, হয়েছি হে উপনীত । কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন