পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9y8 àäätofoss |[ 1885, 24th October. মাগি,তোমারে শোনাব গীতি এসেছি তাহারি লাগি । গায় যথা রবি শশী, সেই সভা মাঝে বসি, একান্তে গাইতে চাহে এই ভকতের চিত । গান—ওহে রাজরাজেশ্বর, দেখা দাও ! করুণা-ভিখারী আমি করুণ কটাক্ষে চাও ॥ চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার-অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও ৷ কলুষ-কলঙ্কে তাহে আবরিত এ হৃদয় । মোহে মুগ্ধ মৃতপ্রায়, হয়ে আছি দয়াময়, মৃতসঞ্জীবনী মন্ত্রে শোধন করিয়ে লও ॥ গান--হরি রস মদিরা পিয়ে মম মানস মতো রে । লুটায়ে অবনীতল হরি হরি বলি কাদো রে । শ্রীরামকৃষ্ণ । আর 'ম্বে কুচ হাক্স সেন তুহি হাক্স ? ডাক্তার। আহা ! [ গান সমাপ্ত হইল। ডাক্তার মুগ্ধপ্রায় হইয়াছেন । কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া ঠাকুরকে বলিতেছেন, তবে আজ যাই,—আবার কাল আসবো । শ্রীরামকৃষ্ণ । একটু থাকো না ! গিরীশ ঘোষকে খপর দিয়েছে। (মহিমাকে দেখাইয়া ) “ইনি বিদ্বান হরিনামে নাচেন ; অহঙ্কার নাই —কোন্নগরে চলে গিছলেন—আমরা গিছলাম বলে ; আবার স্বাধীন, ধনবান, কারু চাকরী করতে হয় না ! ( নরেন্দ্রকে দেখাইয়া ) এ কেমন ? ডাক্তার। খুব ভাল ! শ্রীরামকৃষ্ণ । আর ইনি— ডাত্তগর । আহা ! মহিমাচরণ। হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যের চতুৰ্ব্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না—বুঝতেও পারে না । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )। কি তিন পথ তুমি বলে ? মহিমা | সৎপথ—জ্ঞানের পথ। চিৎপথ, যোগের । কৰ্ম্মযোগ । তাই চার আশ্রমের ক্রিয়া, কি কি কৰ্ত্তব্য, এর ভিতর আসছে। আনন্দপথ —ভক্তিপ্রেমের পথ ।—আপনাতে তিন পথেরই ব্যাপার—আপনি তিন পথেরই খপর বাতলে দেন। (ঠাকুর হাসিতেছেন। ) মহিমা । আমি আর কি বলবো ? জনক বক্তা, শুকদেব শ্রোতা ! ডাক্তার বিদায় গ্রহণ করিলেন ।