পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর রাখাল, নিত্যগোপাল, চৌধুরী প্রভৃতি डख्ग१ বহিঃশৈব, হৃদে কালী, মুখে হরিবোল ! "একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর পকে না। তাই স্ট্রে কেবল কমাবার চেষ্টা করবে। - so ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন— “ইনি বেশ । নিত্যও মানেন, লীলা ও মানেন । এদিকে আবার দে লীলা-মানুষলীলা পৰ্য্যন্ত । g o কেদার বলেন যে ঠাকুর মানুষদেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন । [ সন্ন্যাসী ও কামিনী । ভক্ত স্ত্রীলোক ] নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন— “এর বেশ অবস্থা । - ( নিত্যগোপালের প্রতি ) তুই সেখানে বেশী যাস নি।—কখনও একবার গেলি। ভক্ত হ’লেই বা—মেয়ে মানুষ কি না। তাই সাবধান । , “সন = fাসনীল বড় কাউল লিক্সম্ম । স্ত্রীলোকের চিত্ৰপট । পৰ্য্যন্ত দেখবে না। এটি সংসারা লোকদের পক্ষে নয়। “স্ত্রীলোক যদি খুব ভক্তও হয়,--তবুও মেশামিশি করা উচিত নয় । “জিতেন্দ্রিয় হ’লেও--লোক-শিক্ষার জন্য ত্যাগীর এ সব কর্তে হয় । “সাধুর ষোল আন ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে। তা না হ’লে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু।” এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাষ্টার প্রহলাদের ছবির সম্মুখে দাড়াইয়া ছবি দেখিতেছেন। প্ৰহলাদের অহৈতুকী ভক্তি —ঠাকুর বলিয়াছেন ।