পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত I [1883, 7th April. ss== =tes নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্তসঙ্গে বলরামমন্দিরে । প্রথম পরিচ্ছেদ । [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তসঙ্গে কীৰ্ত্তনানন্দে ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়ীতে ভক্তসঙ্গে বসিয়া আছেনবঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেল একটা হইবে। নরেন্দ্র, ভিবনাথ, রাখাল, বলরাম, মাষ্টার ঘরে র্তাহার সঙ্গে বসিয়া আছেন । আজ অমাবস্তা। শনিবার, ২৫শে চৈত্র । ঠাকুর সকালে বলরামের বাড়ী আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন । নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও দু একটা ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন । । র্তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেনএদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হ’বে । কয়েকদিন হইল ঠাকুর শ্ৰীযুক্ত কেশবের বাটতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন । সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন । নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন। কেশব পাওহারী বাবা সাজিয়াছিলেন । স্ত্রীরামকৃষ্ণ (নরেন্দ্রাদি ভক্তের প্রতি )। কেশব (সেন ) সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগলো। আমার কিন্তু ভাল লাগল না। অভিনয় ক’রে শান্তি জল । “আর একজন ( কু-বাবু) পাপ পুরুষ সেজেছিল। ও রকম সাজাও ভাল না । নিজে পাপ করা ও ভাল না—পাপের অভিনয় করাও ভাল না । নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়,—কিন্তু র্তাহার গান শুনিতে ঠাকুরের ভারি ইচ্ছা । তিনি বলিতেছেন—‘নরেন্দ্র এরা বলছে, একটু গা না।” নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন—