পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1883, 8th June. 여속e=F(=ee | প্রথম পরিচ্ছেদ । [ দক্ষিণেশ্বরমন্দিরে। ঠাকুরের শ্ৰীচরণপূজা ! ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালীমন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাড়াইয়া দর্শন করিতেন, ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন । - গ্রীষ্মকাল । জ্যৈষ্ঠ শুক্ল তৃতীয় তিথি। গত মঙ্গলবার অমাবস্তার কথা দ্বিতীয় ভাগ পঞ্চম খণ্ডে প্রকাশিত হইয়াছে । আজ কলিকাত হইতে সন্ধ্যার পর রাম, কেদার (চাটুৰ্য্যে), তারক, ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ী করিয়া, আসিয়াছেন । ঐযুক্ত কেদারের বয়ঃক্রম প্রায় পঞ্চাশ হইবে। পরম ভক্ত । ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্মসমাজে যাতায়াত করিতেন ;—তৎপরে কৰ্ত্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাপ্রয় লইয়াছেন । রাজসরকারে accountantএর কৰ্ম্ম করেন । র্তাহার বাটী কঁাচড়াপাড়ার নিকট হালিসহর গ্রামে । শ্ৰীযুক্ত তারকের বয়ঃক্রম ২৪ বৎসর হইবে । বিবাহ করিয়াছিলেন–কিছু দিন পরে পত্নীবিয়োগ হইল। র্তাহার বাট বারাসাত গ্রামে। র্তাহার পিতা এক জন উচ্চদরের সাধক—ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন । তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয় বার দারপরিগ্রহ করিয়াছেন । g তারক রামের বাটতে সৰ্ব্বদা যাতায়াত করেন। র্তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন। এখনও একটা আফিসে কৰ্ম্ম করিতেছেন । কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ