পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8レー শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [ 1883, 23rd December. চতুৰ্থ ভাগ—আইডল প্ৰণ্ড । দক্ষিণেশ্বরমন্দিরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । সমাধিমন্দিরে । ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা । ) ঠাকুর শ্রীরামকৃষ্ণ র্তাহার ঘরের দক্ষিণপূর্বের বারান্দায় রাখাল, লাটু, মণি হরীশ প্রভৃতি ভক্তসঙ্গে বসিয়া আছেন। বেল নয়টা হবে। রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণানবমী । মণির গুরুগৃহে বাসের আজ দশম দিবস । শ্ৰীযুক্ত মনমোহন কোন্নগর হইতে সকাল বেলা আসিয়াছেন। ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন । হাজরাও ঠাকুরের কাছে বসিযা আছেন । নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন । বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন,— শ্ৰীগৌরাঙ্গ সুন্দর নব-নটবর তপতকাঞ্চন কায় । করে স্বরূপ বিভিন্ন, লুকাইয়ে চিহ্ন, অবতীর্ণ নদীয়ায় । কলিঘোর অন্ধকার বিনাশিতে, উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে, তিন বাঞ্ছা তিন বস্তু আস্বদিতে এসেছ তিনেরি দায় ;– সে তিন পরশে, বিরস-হরষে, দরশে জগৎ মাতায় ॥ নীলাঞ্জ হেমাজে করিয়ে আবৃত, লাদিনীর পূরাওদেহভেদগত ; অধিরূঢ়মহাভাবে বিভাবিত, সাত্ত্বিকাদি মিলে যায় ; সে ভাব আস্বাদনের জন্য,কান্দেন অরণ্যে,প্রেমের বন্যে ভেসে যায় ॥ নবীন সন্ন্যাসী, স্থতাৰ্থ অস্বেনী, কভু নীলাচলে কভু যান কাশী ; অযাচকে দেন প্রেম রাশি রাশি ; নাহি জাতিভেদ তায় ; দ্বিজ নীলকণ্ঠ ভণে, এই বাঞ্ছা মনে, কবে বিকাব গৌরের পায়। পরের গানটী মানস-পুজা সম্বন্ধে। g ত্রীরামকৃষ্ণ (হাজরার প্রতি ) ৷ এ গান (মানস পূজা ) কি এক রকম লাগল ।