পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামকৃষ্ণকথামৃত তুতীক্ষ্ম ভাগ প্রথম খণ্ড কলিকাতায় শ্ৰীঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে স্ত্রীরামকৃষ্ণের মিলন গ্ৰথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটী আজ শনিবার, শ্রাবণের কৃষ্ণ ষষ্ঠ তিথি, ৫ই আগষ্ট, ১৮৮২ খৃষ্টাব্দ। - বেলা ৪টা বাজিবে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ী করিয়া বাদুড়বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাষ্টার। । বিদ্যাসাগরের বাড়ী যাইবেন । - ঠাকুরের জন্মভূমি, হুগলী জেলার অন্তঃপাতী কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিং নামক গ্রামের নিকটবৰ্ত্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়ীতে থাকিতে থাকিতে র্তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা শুনিয়া থাকেন। মাষ্টার বিদ্যাসাগরের স্কুলে