পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে গোস্বামী, মহিমা, নারায়ণ প্রভৃতি সঙ্গে । মাষ্ট্রর ও গোপাল বরাদায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জল খাবার । থাইলেন। তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। ; খাবার পর মাষ্টার খাটের পার্শ্বস্থ পাপোশে আসিয়া বসিলেন। : স্ত্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি )—নহবতে যদি হাড়িকুড়ি থাকে ? ? এখানে শোবে ? এই ঘরে ? : . . . . . মাষ্টার-যে আজ্ঞা । গঞ্জ পরিচ্ছেদ (সবকসঙ্গে রাত ১০টা ১১ট হইল । ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন । মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে । ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু । মণির সেবা লইবেন । শ্রীরামকৃষ্ণ—দেখ, আমার পাট কামড়াচ্ছে । একটু হাত বুলিয়ে দাওতো । মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পা ছুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন । ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—আজ সব কেমন কথা হয়েছে ? মণি—আজ্ঞা, খুব ভাল । * -- শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—আকবর বাদশাহের কেমন কথা হ’লো । _ம்