পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে বিজয় গোস্বামী প্রভৃতি ভক্তসঙ্গে ১৫১ ৷ ঠাকুরের তন্দ্র আসিতেছে—তিনি মণিকে বলিতেছেন, তুমি । শোওগে । গোপাল কোথায় গেল ? তুমি দেরি ভেজিয়ে রাখ। পরদিন সোমবার। স্ত্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতি প্রত্যুষে । উঠিয়াছেন ও ঠাকুরদের নাম করিতেছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন । করিতেছেন। এদিকে মা কালীর ও শ্রীশ্রীরাধাকান্তের মন্দিরে । মঙ্গলারতি হইতেছে। মণি ঠাকুরের ঘরের মেজেতে শুইয়াছিলেন । । তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন । প্রাতঃকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন । ঠাকুর আজ স্নান করিলেন। স্নানান্তে ৬কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন । ঠাকুর তাহাকে ঘরে তাল লাগাইতে বলিলেন । কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়। কখনও নিজের মস্তকে কখনও মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যজন করিলেন। আবার নিজের ঘরে ফিরিলেন। মণিকে আবার চাবি খুলিতে বলিলেন । ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন । এখন ভাবে বিভোর—ঠাকুর নাম করিতেছেন । মণি মেজেতে একাকী উপবিষ্ট । এইবার ঠাকুর গান গাহিতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন, যে কালীই ব্রহ্ম, কালী নিগুণ, আবার সগুণা, অরূপ আবার অনন্তরূপিনী । - গান—কে জানে কাল কেমন, যড়দর্শনে ৩য় ভাগ, ১৮ পৃষ্ঠা ৷ গান—এ সব খ্যাপা মেয়ের খেলা । [ ২য় ভাগ, ২৬০ পৃষ্ঠা গান—কালী কে জানে তোমায় মা (তুমি অনন্তরূপিনী । ) তুমি মহাবিদ্যা, অনাদি অনাদ্য, ভববন্ধের বন্ধনহারিণী তারিণী ! ।