পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ... - S S S S S S S S S S S S S S S S S S S S - * , . ...'. ." 3. r .-ف" ، "', . . . . . . , { ... , 'i' ? ’ :-- , ; . . . . . . ,” : , . t ... ." * , i. , 1: ‛ .. ኦ፡‛‛‛. . * : .፡†!• - • * x o , ، t ' ' . . " \ - • • • r. 4 - .* . . . . . . . . . . ... * * * ২ . ক্রমীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮২, ৫ই আগষ্ট । অধ্যাপনা করেন শুনিয়া তাঁহাকে বলিয়াছেন, আমাকে বিদ্যাসাগরের ' কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয় । মাষ্টার বিদ্যাসাগরকে সেই কথা বললেন। বিদ্যাসাগর আনন্দিত । হইয় তাহাকে একদিন শনিবারে ৪টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কি রকম পরমহংস ? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন ? মাষ্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্ণিশ করা চট জুতা পরেন, রাসমণির কালীবাড়ীতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তাপোস পাতা আছে- তাহার উপর বিছানা, মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোন বাহিক চিহ্ন নাই,—তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহৰ্নিশি তাহারই চিন্তা করেন । - গাড়ী দক্ষিনেশ্বরের কালীবাড়ী হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহাষ্ট প্লটে আসিয়াছে। ভক্তের বলিতেছেন, এইবার বাছড়বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমহাষ্ট স্ট্রটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বর বেশ হইবার উপক্ৰম । গাড়ী এরামমোহন রায়ের বাগানবাটীর কাছ দিয়া আসিতেছে। মাষ্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটা। ঠাকুর বিরক্ত হইলেন ; রছিলেন, এখন ও সব কথা ভাল লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটীর সম্মুখে গাড়ী দাড়াইল । গৃহটি দ্বিতল, ইংরাজ পছন্দ । জায়গার মাজখানে বাট ও জায়গার চতুর্দিকে প্রাচীর।