পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রস্তাদচরিত্র অভিনয়ে ষ্টার থিয়েটার ১৬৫ ৷ দয়াসিন্ধু স্ত্রীরামকৃষ্ণ ও বারবণিতা] | অভিনয়ন্তে গিরিশের উপদেশে নটার (actresses) ঠাকুরকে । নমস্কার করিতে আসিয়াছে। তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিল। ভক্তের কেহ দাড়াইয়া, কেহ বসিয়া দেখিতেছেন । তাহা দেখিয়া অবাক যে, উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া । নমস্কার করিতেছে। পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন, “ম, । থাক্ থক্‌ ; মা, থাক থাক।” কথাগুলি করুণামাখ। 1. তাহারা নমস্কার করিয়া চলিয়া গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন— “সবই তিনি, এক এক রূপে ” এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন। গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন । - গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন! গাড়ির ভিতরে নারাণাদি ভক্তেরা উঠিলেন। গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে ।