পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগমায়া আছাশক্তি ও অবতার-লীলা । . . - শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি)—এখন মাকে বলছিলাম, আর বকতে পারি না। আর বলছিলাম, “মা যেন একবার ছুয়ে দিলে লোকে চৈতন্ত হয়। যোগমায়ার এমনি মহিমা—তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন । তারই বলে স্ববোল কৃষ্ণের সঙ্গে শ্ৰীমতীর মিলন করে দিছলেন। যোগমায় —যিনি আছাশক্তি—র্তার একটি আকর্ষণী শক্তি আছে। আমি ঐ শক্তির আরোপ করেছিলাম । s “আচ্ছা, যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে ?” মাষ্টার–আজ্ঞা হা, হচ্ছে বৈ কি । শ্রীরামকৃষ্ণ—কেমন ক’রে জানলে ? মাষ্টার (সহস্তে)–সবাই বলে, তার কাছে যারা যায় তারা ফেরে না! শ্রীরামকৃষ্ণ (সহস্তে )–একটা কোলাব্যাঙ হেলে সাপের পাল্লায় পড়েছিল। সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না! আর কোলাব্যাঙটার যন্ত্রণা—সেট ক্রমাগত ডাকছে ! চোড়া সাপটারও যন্ত্রণ । কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়তে তা হ’লে দু’এক ডাকেই শাস্তি হয়ে যেত ! ( সকলের হাস্য )। . - ( ছোকরা ভক্তদের প্রতি )—“তোরা ত্ৰৈলোক্যের সেই বইখানা পড়িস্–ভক্তি-চৈতন্যচন্দ্রিক। তার কাছে একখানা চেয়ে নিস না বেশ চৈতন্যদেবের কথা আছে।” একজন ভক্ত—তিনি দেবেন কি ? । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—কেন, কাকুড়ক্ষেতে যদি অনেক কাকুড় হয়ে থাকে তাহলে মালিক ২৩টা বিলিয়ে দিতে পারে। (সকলের হাস্য )। অমনি কি দেবে না—কি বলিস্ ? - .