পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সঞ্জ পরিচ্ছে । ঠাকুর গ্রীরামকৃষ্ণ ও অবতারতত্ত্ব একজন ভক্ত (ত্ৰৈলোক্যের প্রতি )—আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না । চৈতন্যদেবের কথায় দেখলাম । ত্ৰৈলোক্য-তিনি নিজেই প্রতিবাদ করেছেন—পুরীতে যখন অদ্বৈত ও অন্যান্য ভক্তেরা তিনিই ভগবান এই বলে গান করেছিলেন, গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের অনন্ত ঐশ্বৰ্য্য । ইনি যেমন বলেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা । তা বৈঠকখানা খুব সাজান বলে কি আর কিছু ঐশ্বৰ্য্য নাই ? গিরিশ—ইলি বলেন, প্রেমই ঈশ্বরের সারাংশ—যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার । ইনি বলেন, গরুর দুধ বাট দিয়ে আসে, আমাদের বাটের দরকার। গরুর শরীরের অন্য কিছু দরকার নাই ; হাত, পা কি শিং । - ত্ৰৈলোক্য—তার প্রেমছুদ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে ! তিনি যে অনন্তশক্তি ! . . গিরিশ—ঐ প্রেমের কাছে আর কোন শক্তি দাড়ায় ? ত্ৰৈলোক্য—যার শক্তি তিনি মনে করলে হয়! সবই ঈশ্বরের শক্তি । গিরিশ—আর সব তার শক্তি বটে,–কিন্তু অবিদ্যা শক্তি । ত্ৰৈলোক্য—অবিদ্যা কি জিনিস ! অবিদ্যা বলে একটা জিনিস আছে না কি ? অবিদ্যা একটি অভাব। যেমন অন্ধকার আলোর অভাব । তার প্রেম আমাদের পক্ষে খুব বটে। তার বিন্দুতে আমাদের সিন্ধু ! কিন্তু ঐট যে শেষ, এ কথা বললে তার সীমা করা হ'ল।