পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীরামকৃষ্ণ—জুতো পরা থাকলে, কাট বনে তার ভয় নাই। : ৯aয় সত্য আর সব অনিত্য এই বোধ থাকলে কামিনী-কাঞ্চনে আর उठ३ নাই | ত্ৰৈলোক্যকে মিষ্টমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন । ক্লরামকৃষ্ণ ত্ৰৈলোক্যের ও র্তাহার মতাবলম্বী লোকদিগের অবস্থা, ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন । রাত নয়ট হইল। [ অবতারকে কি সকলে চিনিতে পারে ? ] শ্রীরামকৃষ্ণ ( গিরিশ, মণি ও অন্যান্য ভক্তদের প্রতি )–এরা কি জানে! একটা পাতকুয়ার ব্যাং কখনও পৃথিবী দেখে নাই ; পাতকুয়াটি জানে ; তাই বিশ্বাস করবে না যে, একটা পৃথিবী আছে। ভগবানের আনন্দের সন্ধান পায় নাই, তাই ‘সংসার, সংসার’ করছে। ( গিরিশের প্রতি ) “ওদের সঙ্গে বক্‌চে কেন ? তুইই নিয়ে আছে । ভগবানের আনন্দের আস্বাদ না পেলে, সে আনন্দের কথা বুঝতে পারে না । পাঁচ বছরের বালককে কি রমণ-সুখ বোঝান যায় ? বিষয়ীরা যে ঈশ্বর ঈশ্বর করে, সে শোনা কথা । যেমন খুড়ী জেঠীরা কোদল করে, তাদের কাছ থেকে বালকেরা শুনে শেখে আর বলে, “আমার ঈশ্বর আছেন, “তোর ঈশ্বরের দিব্য । । o “তা হোক। ওদের দোষ নাই। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে ? রামচন্দ্রকে বারজন ঋষি কেবল জানতে পেরেছিল। সকলে ধরতে পারে না । কেউ সাধারণ মাহষ ভাবে – কেউ সাধু ভাবে ;–ছ'চার জন অবতার বলে ধরতে পারে। “যার যেমন পুজি—জিনিসের সেই রকম দর দেয়। একজন বাৰু তার চাকরকে বললে, তুই এই হীরেট বাজারে নিয়ে যা । আমায় বলবি, ৩য়—১৫