পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ প্লক্ট্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৫, ১২ই এপ্রিল কে কি রকম দর দেয় । আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরট প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে মেড়ে দেড়, বললে—ভাই, নয় সের বেগুন আমি দিতে পারি । চাকরটি বললে, ভাই আর একটু ওঠ, না হয় দশ সের দাও । সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশী বলে ফেলেছি; এতে তোমার পোষায় ত দিয়ে যাও। চাক তখন হাসতে হাসতে ইরেট ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, ময়ম বেগুনওয়াল নয় সের বেগুনের বেশী একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশী বলে ফেলেছি। to a “বাবু হেসে বললে, আচ্ছ এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা। ও বেগুন নিয়ে থাকে, ও আর কতদূর বুঝবে। কাপড়ওয়ালার পুজি একটু বেশী,—দেখি ও কি বলে । চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে এটি নেবে ? কত দর দিতে পার? কাপড়ওয়াল বললে, ই জিনিসট ভাল, এতে বেশ গয়না হতে পারে ;–তা ভাই আমি নয়শো টাকা দিতে পারি। চাকরাট বললে, ভাই আর একটু ওঠ, তা হ’লে ছেড়ে দিয়ে যাই ; না হয় হাজার টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলে না ; আমি বাজার দরের চেয়ে বেশী ব’লে ফেলেছি; নয়শো টাকার বেশী একটি টাকাও আমি দিতে পারব না । চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে, কাপড়ওয়াল বলেছে যে ন'শো টাকার বেশী একটি টাকাও সে দিতে পারবে না। আরও সে বলেছে, আমি বাজার দরের চেয়ে বেশী বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরীর কাছে যাও—সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরীর কাছে এল । জহুরী একটু দেখেই একবারে বললে, একলাখ টাকা দেবো।