পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীরামকৃষ্ণ কলিকাতায় বস্তু-বলরাম মন্দিরে ২৪৫ ৷ মদপরে যেন আমার শুদ্ধ ভক্তি হয়, আর যেন তোমার ভুবন-মোহিনী । নরায় মুগ্ধ ন হই। রাম বললেন, তথাস্তু, আর কিছু বর লওঁ! নারদ বললেন, রাম আর কিছু বর চাই না। - - “এই ভুবন-মোহিনী মায়ায় সকলে মুগ্ধ। ঈশ্বর দেহ ধারণ করেছেন। —তিনিও মুগ্ধ হন। রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেড়িয়েছিলেন । । পঞ্চভূতের ফদে ব্রহ্ম পড়ে কাদে । “তবে একটি কথা আছে,-ঈশ্বর মনে করলেই মুক্ত হন ।” ভবনাথ—Guard ( রেলের গাড়ির ) নিজে ইচ্ছা ক'রে রেলের গাড়ির ভিতর আপনাকে রুদ্ধ করে ; আবার মনে করলেই নেমে পড়তে পারে! 3, স্ত্রীরামকৃষ্ণ—ঈশ্বরকোটি—যেমন অবতারাদি—মনে করলেই মুক্ত হতে পারে। যারা জীবকোটি তারা পারে না। জীবরা কামিনীকাঞ্চনে বদ্ধ। ঘরের দ্বার জানালা, ইস্কুরু (Screw ) দিয়ে আঁট, বেরুবে কেমন করে ? eqāt" ( Hofsj )–(TIP Co, 3rd Class passengerät (তৃতীয় শ্রেণীর আরোহীরা) চাবিবন্ধ, বেরুবার যো নাই! গিরিশ–জীব যদি এরূপ আষ্টে পৃষ্ঠে বদ্ধ, তার এখন উপায় ? গ্রীরামকৃষ্ণ—তবে গুরুরূপ হ’য়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাশ ছেদন । করেন তাহ’লে আর ভয় নাই । ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজে জীবের মায়াপাশ ছেদন করতে দেহ ধারণ ক'রে, গুরুরূপ হ’য়ে, এসেছেন ?