পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్టో - ষোড়শ খণ্ড । স্ত্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ভক্তমদিৱে প্রথম পরিচ্ছেদ । { গ্রীরামকৃষ্ণ রামের বাটতে

ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ রামের বাটতে আসিয়াছেন। তাহার নীচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন । সহাস্ত বদন । ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কহিতেছেন । আজ শনিবার জ্যৈষ্ঠ শুক্লাদশমী তিথি । ২৩শে মে, ১৮৮৫, বেলা প্রায় ৫টা। ঠাকুরের সম্মুখে শ্ৰীযুক্ত মহিমা বসিয়া আছেন। বামপাশ্বে মাষ্টার, চারিপাশ্বে—গস্ট,ভবনাথ, নিত্যগোপাল, হরমোহন । শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন । শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি )—ছোট নরেন আসে নাই ? ছোট নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন । শ্রীরামকৃষ্ণ—সে আসে নাই ? মাষ্টার—আজ্ঞা ? শ্রীরামকৃষ্ণ–কিশোরী ?—গিরিশ ঘোষ আসবে না ?—নরেন্দ্র আসবে না ? - নরেন্দ্র কিয়ৎ পরে আসিয়া প্রণাম করিলেন । o শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি )—কেদার । চাটুয্যে) থাকলে বেশ হতো ! গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল। (মহিমার প্রতি, সহাস্তে ) সেও ঐ বলে (অবতার বলে ) । ঘরে কীৰ্ত্তন গাহিবার আয়োজন হষ্টয়াছে। কীৰ্ত্তনীয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন, আজ্ঞা করেন ত গান আরম্ভ হয়।