পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬• ঐশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮৫, ১৩ই জুন “কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল । ইংরেজের ফৌজে সুবাদকে কাজ করত। যুদ্ধক্ষেত্রে পূজার সময়ে পূজা করত,—এক হাতে শিবপূজা, এক হাতে তরবার-বন্দুক । (মাষ্টারের প্রতি ) “তবে কি জান, রাতদিন বিষয় কৰ্ম্ম —মাগ ছেলে ঘিরে রয়েছে, যখনই যাই দেখি ! আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে। এক একবার ঈশ্বরেও মন যায়। যেমন বিকারের রোগী ; বিকারের ঘোর লেগেই আছে, এক একবার চট্টকা ভাঙ্গে ! তখন 'জল খাব’ ‘জল খাব’ বলে চেচিয়ে ওঠে ; আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায়,—কোন হুস থাকে না! আমি তাই ওকে বললাম,—তুমি কৰ্ম্ম । কাপ্তেন বললে, ‘আজ্ঞা, আমার পূজা এই সব করতে আনন্দ হয়—জীবের কৰ্ম্ম বই আর উপায় নাই।’ “আমি বললাম, কিন্তু কৰ্ম্ম কি চিরকাল করতে হবে ? মৌমাছি ভন ভন্‌ কতক্ষণ করে ? যতক্ষণ না ফুলে বসে । মধুপানের সময় ভনভনানি চলে যায়। কাপ্তেন বললে, “আপনার মত আমরা কি পূজা আর অক্ষর কৰ্ম্ম ত্যাগ করতে পারি ? তার কিন্তু কথার ঠিক নাই,— কখনও বলে, “এ সব জড় । কখনও বলে, “এ সব চৈতন্য ? আমি বলি, জড় আবার কি ? সবই চৈতন্ত্য !” পূর্ণ ও মাষ্টার—জোর করে বিবাহ ও শ্রীরামকৃষ্ণ ] পূর্ণর কথা ঠাকুর মাষ্টারকে জিজ্ঞাসা করিতেছেন। গ্রীরামকৃষ্ণ–পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে –কি চতুর —আমার উপর খুব টান ; সে বলে, আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য । ( মাষ্টারের প্রতি )