পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t ৩১৮ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ »v•a, t بي، ;{ .*yo “ğ ঃঃশে তক্টোবর উলটে বলে, তুমি আগে বোঝে ! একি হলো পণ্ডিতটি সাধন ভজনও করতো। কিছুদিন পরে তার হুস হলো যে ঈশ্বরই বস্তু, আর

lo সব-গৃহ, পরিবার, ধন, জন, মান সন্ত্রম সব অবস্তু। সংসারে সব মিথ্য বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় কেবল একজনকে বলে গেল যে, রাজাকে বলে যে এখন আমি বুঝেছি। । “আর একটা গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল,—পণ্ডিত এসে রোজ শ্ৰীমদ্ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোজার পর একটি লোক এসে বললে, মহাশয় একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি। সে বললে, তবে বেশ হয়েছে,—তাকে আনে। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে । তার কয়খানা লাঙ্গল আর কয়টা হেলে গরু আছে —তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটুও অবসর নাই । তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে যার লাঙ্গল আর হেলেগরু আছে, এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না, —আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে, আর আমাকে হরি-কথা শোনাতে পারেন । (ডাক্তারের প্রতি ) বুঝলে ? ডাক্তার চুপ করিয়া রহিলেন । 獻 [ শুধু পাণ্ডিত্য ও ডাক্তার ] শ্রীরামকৃষ্ণ—কি জান, শুধু পাণ্ডিত্যে কি হবে ? পণ্ডিতেরা অনেক জানে শোনে—বেদ, পুরাণ, তন্ত্র। কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে ? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে, তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে, তাদের কথা নিয়ে কি হবে! “গীতা পড়লে কি হয় ? দশবার ‘গীতা গীতা’ বললে যা হয়। ‘গীতা গীতা’ বলতে বলতে ত্যাগী হয়ে যায় । সংসারে কামিনী-কাঞ্চনে .