পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y . . . .” 醫 లిరి ঐঐরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ১৮৮৫, ৩০শে অক্টোবর শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান—ওদের Science-ad स्नान। - মাষ্টার-আবার বললেন, চৈতন্য বলে গেছে কি বুদ্ধ বলে গেছে কি যীশুখ্ৰীষ্ট বলে গেছে তবে বিশ্বাস করবো। তা নয়। " “এক নাতি হয়েছে,—তা বৌমার সুখ্যাতি করলেন। বললেন, একদিনও বাড়িতে দেখতে পাই না, এমনি শাস্ত আর লজ্জাশীল,—” , শ্রীরামকৃষ্ণ–এখানকার কথা ভাবছে। ক্রমে শ্রদ্ধা হচ্ছে । একেবারে অহঙ্কার কি যায় গা ! অত বিদ্যা, মান ! টাকা হয়েছে ! কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই । * গঞ্জ পরিচ্ছে অবতীর্ণ শক্তি বা সদানন্দ বেলা ৫টা। শ্রীরামকৃষ্ণ সেই দোতালার ঘরে বসিয়া আছেন। চতুর্দিকে ভক্তের চুপ করিয়া বসিয়া আছেন। তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক র্তাহাকে দেখিতে আসিয়াছেন । কোনও কথা নাই । মাষ্টার কাছে বসিয়া আছেন। তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে। ঠাকুর জামা পরিবেন— মাষ্টার জামা পরাইয়া দিলেন । । শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি )— দ্যাথো, এখন আর বড় ধান ট্যান করতে হয় না। অখণ্ড একবারে বোধ হ'য়ে যায়। এখন কেবল দর্শন । মাষ্টার চুপ করিয়া আছেন। ঘরও নিস্তব্ধ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন।