পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৬ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৭, ২৫শে মার্চ সেখানে আর কেউ ছিল না। বোধ হ'ল যেন-গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন। নরেন্দ্ৰ—আমি দেখি নাই। -- " মাষ্টার-আর মাঝে মাঝে বলতেন, ওর পরমহংস অবস্থা। তবে এও বেশ মনে আছে, ঠাকুর তাকে মেীয়মানুষ ভক্তদের কাছে আনাগোন করতে বারণ করেছিলেন। অনেকবার সাবধান করে নরেন্দ্ৰ—আর তিনি আমার কাছে বলেছেন,–ওর যদি পরমহংস অবস্থা তবে টাকা কেন । আর বলেছেন, ‘ও এখানকার লোক নহে। যার আমার আপনার লোক তারা এখানে সৰ্ব্বদা আসবে। “তাইত—বাবুর উপর তিনি রাগ করতেন । সে সৰ্ব্বদা সঙ্গে থাকত বলে, আর ঠাকুরের কাছে বেশী আসতো না। “আমায় বলেছিলেন—“গোপাল সিদ্ধ—হঠাৎ সিদ্ধ ; ও এখানকার লোক নয়। যদি আপনার হতো, ওকে দেখবার জন্য আমি কাদি নাই কেন ? “কেউ কেউ ওঁকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন। কিন্তু তিনি (ঠাকুর ) কতবার বলেছেন, ‘আমিই অদ্বৈত-চৈতন্য-নিত্যানন্দ একাধারে তিন ।