পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४२ बैंङ्गेब्रुङ्गकक्षाक्ङ-श्र अण [४४२७, २%त्र घूलाई হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকৰ্ত্তা, এইটি জ্ঞান –হে ঈশ্বর, তোমার সমস্ত,—দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ-এ সব তোমার, আমার কিছু নয়,—এইটির নাম জ্ঞান । “যে অজ্ঞান সেই বলে, ঈশ্বর সেথায় সেথায়,—অনেক দূরে ! যে জ্ঞানী, সে জানে ঈশ্বর হেথায় হেথায়’—অতি নিকটে, হৃদয়মধ্যে অন্তৰ্য্যামীরূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন।” ।