পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - ... . . . • - * • . " " ". , .潮,, ... - 漸 ৭২ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ { ১৮৮৩, ৯ই সেপ্টেম্বর স্ত্রীরামকৃষ্ণ-গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। (রতনের প্রতি )—মনে কচ্ছি রাত্রে রয়ে যাব । । রতন—তা বেশ ত । . রাম চাটুয্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন—যছ বাবুর বাড়ীর ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে। তার জন্য বাড়ীতে হুলুস্থল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—কি রকম থালা চলে –আপনি চলে ? রতন-না, হাত চাপ থাকে । ভক্ত—কি একটা হাতের কৌশল আছে – হাতের চাতুরী আছে । শ্রীরামকৃষ্ণ—যে চাতুরীতে ভগবানকে পাওয়া যায়, সেই চাতুরই চাতুরী। সি চাতুরী চাতুর ' দ্বিতীয় পরিচ্ছেদ তান্ত্রিক সাধন ও ঠাকুর গ্রীরামকৃষ্ণের সন্তান ভাব কথাবাৰ্ত্ত চলিতেছে, এমন সময় কতকগুলি বাঙ্গালী ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত্ত ইহারা তন্ত্রমতে সাধন করেন । পঞ্চমকার সাধন । ঠাকুর অন্তৰ্য্যামী তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন । তাহাদের মধ্যে একজন ধৰ্ম্মের নাম করিয়া পাপাচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড়