পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- * * * * . -- . . - - * . . - . . . . . . fo * * * * - జౌ. - * o তান্ত্ৰিকসাধনা ও ঠাকুর স্ত্রীরামকৃষ্ণের সন্তান ভাব ৭৩ ৷ মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে, ও ধ:ে в নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধনা করে, ইহাও শুনিয়াছেন । । শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন —বেশ পৰ্য্যন্ত —আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন । , স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে )—অচলানন্দ কোথায়? কালীকিঙ্কর সেদিন । এসেছিল—আর একজন কি সিঙ্গি,—(মাষ্টার প্রভৃতির প্রতি ) অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা । আমার সন্তান ভাব । আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোন কথা নাই । পূৰ্ব্বকথা—অচলানন্দের তান্ত্রিক সাধন ] শ্রীরামকৃষ্ণ—আমার সন্তানভাব । অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতে । খুব কারণ করতো। আমার সন্তানভাব শুনে শেষে জিদ–জিদ ক'রে বলতে লাগলো,—'খ্রীলোক লয়ে বীরভাব সাধন । তুমি কেন মানবে না ? শিবের কলম মানবে না ? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে—বীরভাবেরও সাধন আছে। “আমি বললাম,—কে জানে বাপু আমার ও সব কিছুই ভাল লাগে। ন! –আমার সন্তান ভাব । - পিতার কৰ্ত্তব্য—সিদ্ধাই ও পঞ্চমকারের নিন্দ ] “অচলানন্দ ছেলেপিলের খবর নিত না । আমায় বলতে, "ছেলে ঈশ্বর দেখবেন,—এ সব ঈশ্বরেচ্ছ । আমি শুনে চুপ ক’রে থাকতুম | বলি ছেলেদের ছাথে কে ? ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে, টাকা রোজগারের একটা ছুতা না করা হয় । লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন,—আর অনেক টাকা এসে পড়বে। “মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মোকদম জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেবে-এই জন্য সাধন ? এ ভারি হীনবুদ্ধির কথা । ।