পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি, সহাস্তে )–আচ্ছা, নরেন্দ্র কেমন ! । মণি—আজ্ঞা, খুব ভাল । - শ্রীরামকৃষ্ণ—দেখ, তার যেমন বিছে তেমনি বুদ্ধি! আবার গাইতে । বাজাতে । এদিকে জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করবে না ! মণি—আপনি বলেছেন, যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়। আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে,—এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। * [ পূৰ্ব্বকথা—কৃষ্ণকিশোরের বিশ্বাস—হলধারীর পিতার বিশ্বাস ] শ্রীরামকৃষ্ণ—হ, বিশ্বাস ! - “কৃষ্ণকিশোরের কি বিশ্বাস ! বলতে, একবার তার নাম করেছি আমার আবার পাপ কি ? আমি শুদ্ধ নিৰ্ম্মল হয়ে গেছি। হলধারা বলেছিল, ‘অজামিল আবার নারায়ণের তপস্যায় গিছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায় ! শুধু একবার নারায়ণ বললে কি হবে!! ঐ কথা শুনে কৃষ্ণকিশোরের যে রাগ | এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না! । - “হলধারীর বাপ ভারি ভক্ত ছিল । স্নানের সময় কোমর-জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করতে,-রক্তবর্ণম্ চতুমুখমৃ এই সব ধ্যান যখন করতো,—তখন চক্ষু দিয়ে প্রেমাশ্র পড়তো । “একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে। আমরা দেখতে । যাব কথা হল। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে ।