পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ - প্রথম পরিচ্ছেদ গ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটতে শুভাগমন । দক্ষিণেশ্বরে কালীবাড়ীতে মঙ্গলারতের মধুর শব্দ শুনা যাইতেছে। সেই সঙ্গে প্রভাতী রাগে রমুনচোঁকি বাজিতেছে । ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ গাত্রোথান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মুক্তি পটে চিত্রিত ছিল, এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তের কেহ কেহ ওখানে আছেন । তাহারা প্রাতঃকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন । রাখাল-ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গত রাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ চোঁদ দিন আছেন । আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, ২৭শে ডিসেম্বর ১৮৮৩ খ্ৰীষ্টাব্দ । আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। . o শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, "ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে । বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে ।” মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন।