পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। ಆ==fಢ೯>st elee | প্রথম পরিচ্ছেদ ।

  • . 25th June, 1884.

| ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিতঞ্চ দর্শন । | আজ রথযাত্রা। বুধবার, ২৫এ জুন, ১৮৮৪ খৃষ্টাব্দ, আষাঢ় শুক্লাদ্বিতীয় তিথি । সপ্তদশবর্ষ অতীত হইল। সকালে শ্ৰীশ্ৰীপরমহংসদেব কলিকাতায় ঈশ+ নেয়: बास्रो' নিমন্ত্রণে আসিয়াছেন । ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসনবাটী। থানে আসিয়া ঠাকুর শুনিলেন যে, পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ ষ্টটে চাটুৰ্য্যেদের বাড়ী, রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাহার শরি ইচ্ছ। বৈকালে পত্তিতের বাড়ী যাইবেন, স্থির হইল। يشبه : ঠাকুর ঐরামকৃষ্ণ ঈশানের নীচের বৈঠকখানায় ভক্তসঙ্গে বসিয়া चैरहन | of ঈশানে fপরিচিত ভাটপাড়ার দুই একটা ব্রাহ্মণ আসিয়াছেন। তাহাদের মধ্যে একজন ভাগৰতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও দুই একটা ভক্ত:জাসিয়াছেন। বেল প্রায় ১০টা হইবে। ঈশানের ঐশ প্রভৃতি ছেলেরাও উপস্থিত আছেন। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন। কপালে সিমুরের ফোট। ঠাকুর আনন্দময় সিন্দুরের টিপ দেখিয়া ঐ ভক্তটা সম্বন্ধে হাসিতে হাসিতে বালতেছেন,—‘উনিত মার্কামার) । s किम९क्रम পরে নরেন্দ্র ও মাষ্টার তাহাদের ‘কলিকাতার বাট হইতে আসিলেন । তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন । ঠাকুর মাষ্টারকে বলিয়াছিলেন আমি অমুক দিন ঈশানের বাড়ী যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। . . . که ... . ঠাকুর মাষ্টারকে বলিতেছেন, সে দিন তোমার বাড়ী যাচ্ছিলাম,—তোমার আড্ডাটা কোন ঠিকানায় ? : - --- - ...م- میسیسمسس ستادان سباستیسیسم- ۰ - -امد ক্রমুক্ত শশধর তর্কচূড়ামণি।