পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথা, [ ১৮৮৫, ১১ মার্চ । 8 ن با পড়ায় শুনায়, বিদ্যায় ;-—এদিকে জিতেন্দিয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদ । অনেক গুণ । ம்ே ( মাষ্টারের প্রতি ) কেমন রে ? কেমন গ, খুব ভাল নয় ? মাষ্টার । আজ্ঞা হা, খুব ভাল । { গিরীশ । ] শ্রীরামকৃষ্ণ ( জনাস্তিকে, মাষ্টারের পুত)। দেখ, ওর (গিরশের) খুব অম্বুরাগ আর বিশ্বাস । মাষ্টার অবাক হইয়া গিরীশকে একদৃষ্টে দেখিতে লাগিলেন। গিরীশ ঠাকুরের কাছে কয়েক দিন আসিতেছেন মাত্র। মাষ্টার কিন্তু দেখিলেন, যেন পূর্বপরিচিত—অনেক দিনের আলাপ—পরমাত্মীয়—যেন একস্থত্রে গাথা মণিগণের একটা মণি! নারা’ণ বলিলেন, মহাশয় । আপনার গান হবে না ? ঠাকুর ঐরামকৃষ্ণ সেই মধুরকণ্ঠে মায়ের নামগুণগান করিতে লাগিলেন— গীত । uJB BBBB SJJKS BBBB BB BBBS BBB S মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে ॥ কণমাদিরে দিয়ে ফাকি, আয় মন বিরলে দেখি, 調、 রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে । ( মাঝে মাঝে ) কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিওনাকো, জ্ঞান-নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে ॥ ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতে লাগিলেন— গীত । BS BBBBB BS u u BB BBBu iBBB কোরে না । (ওমা ) ও দুটী চরণ, বিনে আমার মন, অন্য কিছু আর জানে না । তপনতনয় আমায় মন্দ কয়, কি বলিব তায় বলন । ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসন, । অকুল পাথারে ডুবাবি আমারে (ওমা) স্বপনেও তাতো জানি না।